ভুলেও খাবার খেয়ে 'এই' কাজটি করবেন না...! অভাব-অনটন ঘিরে ধরবে! সম্পর্কেও নেমে আসবে অন্ধকার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu Tips: সনাতন ঐতিহ্যে খাদ্যকে দেবতা হিসেবে গণ্য করা হয়। তাই খাবার খাওয়ার পর প্লেটে হাত ধোয়া বাকি খাবারের অপমান। এতে মা অন্নপূর্ণা ক্ষুব্ধ হন বলেই মনে করা হয়।
advertisement
1/10

খাবার খাওয়ার পর অনেকেই সেই থালাতেই হাত ধোয়, কিন্তু তা করা ভুল। কারণ সনাতন ঐতিহ্যে খাদ্যকে দেবতা হিসেবে গণ্য করা হয়। তাই খাবার খাওয়ার পর প্লেটে হাত ধোয়া বাকি খাবারের অপমান। এতে মা অন্নপূর্ণা ক্ষুব্ধ হন বলেই মনে করা হয়। বাস্তুবিদদের মতে, এতে ঘরে দারিদ্র্য আসে এবং ধন-সম্পদ হ্রাস পেতে থাকে।
advertisement
2/10
থালায় হাত ধোওয়ার মতো অভ্যাস ত্যাগ করতে বলার পিছনে রয়েছে আরও বেশ কয়েকটি কারণ। এর পিছনে আরও কী কী কারণ রয়েছে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষীবিদ ঋষি কান্ত মিশ্রের কাছ থেকে।
advertisement
3/10
জ্যোতিষাচার্যের মতে, এটি একটি বিশ্বাস যে খাবারের প্লেটে হাত ধোয়া মা লক্ষ্মী এবং অন্নপূর্ণাকে ক্রুদ্ধ করে। তাই আমাদের উচিত খাদ্যের প্রতিটি শস্যকে সম্মান করা।
advertisement
4/10
প্লেটে খাবার রাখা উচিত নয়। এমনকি খাদ্যের একটি দানাও নষ্ট করা ভুল। যা সংসারে অনটন বয়ে আনে। শুধু তাই নয়, অনেক পুরাণেও খাবারের অবমাননাকে পাপ বলে গণ্য করা হয়েছে।
advertisement
5/10
জ্যোতিষাচার্যের মতে, অনেক সময় আমরা প্লেটে প্রয়োজনের চেয়ে বেশি খাবার রাখি। এটা করা অন্যায়। কারণ খাবার রেখে দিলে অন্য দেবতাদের অপমান করা হয়। যে খাবারের গুরুত্ব বোঝে না সে পাপের অংশীদার হয়। সেজন্য প্লেটে যতটুকু খাওয়া যায় ততটুকুই খাবার নিতে হবে।
advertisement
6/10
এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে, আমাদের সেই সমস্ত নিয়ম মনে রাখা উচিত, যাতে খাবারকে সম্মান করা হয়। কাঠের ট্রে-তে খাবার থালা রেখে খাওয়া উচিত। না থাকলে মাদুর ইত্যাদি ব্যবহার করতে পারেন।
advertisement
7/10
পাশাপাশি খাবারের প্লেট কখনই এক হাতে ধরা উচিত নয়। শাস্ত্রে খাওয়ার আগে ভগবানের ধ্যান করা উত্তম বলা হয়েছে। বলা হয়, খাবার খাওয়ার সময় রাগ, উত্তপ্ত কথাবার্তা বলা উচিত নয়।
advertisement
8/10
একটি প্লেটে ৩টি রুটি একসঙ্গে রাখা অশুভ জ্যোতিষাচার্যের মতে, খাবারের প্লেটে পরিবেশন করার সময় অশুভ লক্ষণ এড়াতে বিশেষ যত্ন নেওয়া উচিত। যখনই থালায় খাবার পরিবেশন করবেন, খেয়াল রাখবেন তাতে যেন তিনটি রুটি না দেওয়া হয়। এটা সনাতন ঐতিহ্যের হিসেবে অশুভ বলে মনে করা হয়।
advertisement
9/10
একই সময়ে, এটিও বিশ্বাস করা হয় যে ৩টি রুটি-সহ একটি প্লেট থালা মৃত ব্যক্তিকে উত্সর্গ করা হয়। শাস্ত্রমতে মৃত ব্যক্তির নামেই প্লেটে ৩টি রুটি রাখা হয়।
advertisement
10/10
অস্বীকৃতি: এখানে দেওয়া তথ্য সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। নিউজ ১৮ বাংলা ডিজিটাল এটি নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
ভুলেও খাবার খেয়ে 'এই' কাজটি করবেন না...! অভাব-অনটন ঘিরে ধরবে! সম্পর্কেও নেমে আসবে অন্ধকার!