Vastu Tips: ঘরে, জানলার কার্নিশে কাক এসে বসেছে? জানেন কী ঘটতে ঘটতে চলছে আপনার জীবনে!
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Vastu Tips:ঘরের জানলার কার্নিশে কাক বসলে কী তাৎপর্য রয়েছে? জানুন এটি আপনার জীবনে কী পরিবর্তন বা সঙ্কেত নিয়ে আসতে পারে।
advertisement
1/9

প্রতিদিন সকালে কাকের ডাকেই ঘুম ভাঙে৷ আশেপাশের গাছে প্রায়ই কাককে দেখা যায়৷ কিন্তু হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কাককে কখনওই শুভ মনে করা হয় না৷ শুধু তাই নয়, কাকের ডাককেও হিন্দুশাস্ত্র মতে শুভ বলে মনে করা হয় না৷
advertisement
2/9
অনেকেই মনে করেন, কাকের ডাক খুব খারাপ কিছু ইঙ্গিত করে৷ বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসে ডাকলে অনেকের মনেই কু ডাকে৷
advertisement
3/9
তবে জ্যোতিষ মতে, কাক মানেই কিন্তু অশুভ নয়৷ বরং তার কিছু কিছু লক্ষণ কিন্তু বেশ শুভ৷
advertisement
4/9
জ্যোতিষমতে, শনিদেবের বাহন হল কাক৷ শনিবার বাড়িতে কাক এলে তাঁকে কখনও তাড়ানো উচিত নয়৷ শনিবার সকালে কাককে খাবার খেতে দিন৷ এতে শনিদেব তুষ্ট হন৷
advertisement
5/9
জ্যোতিষ মতে সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথি সমাগম হয়৷
advertisement
6/9
মনে করা হয় দুপুরদিকে যদি উত্তর দিকে কাক বসে ডাকলে তাকে শুভ বসলে মনে কার হয়৷ পূর্ব দিকে বসলেও তা ভাল হিসেবেই চিহ্ণিত করা হয়৷
advertisement
7/9
বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানলায় বসে কাক ডাকছে, তা হলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন, তা ভাল হবে৷
advertisement
8/9
কাককে জল দিলে তা ভাল হিসাবেই মনে করা হয়৷ এর ফলে ভাল অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: ঘরে, জানলার কার্নিশে কাক এসে বসেছে? জানেন কী ঘটতে ঘটতে চলছে আপনার জীবনে!