Vastu Tips | Cactus Plant: বাড়িতে ক্যাকটাস রাখা কি ভাল, নাকি সংসারে দুঃসময় আসে? কী বলছে বাস্তুশাস্ত্র? জানলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vastu Tips | Cactus Plant: বাস্তুশাস্ত্রে জানিয়ে দেবে এমনই কিছু গাছের নাম যেগুলি ঘরে রাখা ভাল আবার কোন গাছ একেবারেই ঘরে রাখবেন না তারও তথ্য জানিয়েছে বাস্তুশাস্ত্র। তেমনই একটি হল ক্যাকটাস।
advertisement
1/6

গাছ রেখে ঘর সাজানো এখন ইন্টেরিয়রের ফ্যাশন। অক্সিজেন পাওয়া যায় এমন অনেক গাছ, পাতা বাহার, মানি প্লান্ট দিয়ে ঘরের সঙ্গে অফিস ডেস্কও সাজানো হয় আজকাল। কিন্তু বাইরে থেকে যা ইচ্ছে গাছ কিনে এনে ঘরে রেখে দিলেই হল না। এমন অনেক গাছ আছে যেটা হয়তো সাজাতে ভাল লাগে। কিন্তু সেই গাছ বাড়িতে রাখলে ঘোর বিপদ ডেকে আনতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
জীবন অশান্তিতে ভরে উঠতে পারে। বাস্তুশাস্ত্রে জানিয়ে দেবে এমনই কিছু গাছের নাম যেগুলি ঘরে রাখা ভাল আবার কোন গাছ একেবারেই ঘরে রাখবেন না তারও তথ্য জানিয়েছে বাস্তুশাস্ত্র। তেমনই একটি হল ক্যাকটাস।
advertisement
3/6
বাস্তু মতে, ঘরে কখনও ক্যাকটাস গাছ রাখবেন না। অনেকে ঘরের ইন্টিরিয়ার সাজাতে ক্যাকটাস গাছ লাগান। এটা ঘরের শোভা বৃদ্ধি করে ঠিকই। কিন্তু, বাস্তু মতে এই গাছ ঘরে রাখা মোটেও ভাল নয়। এই গাছ সংসারে অশান্তি ডেকে আনে। এমনকী, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে যায় ক্যাকটাস গাছের জন্য।
advertisement
4/6
শখ করে একটি ক্যাকটাস গাছ কিনে ফেললেন। আর তা রাখলেন ঘরে রাখা টিভি সেটের সামনে। জানেন কি, এতে আর্থিক অনটন দেখা দিতে পারে। ক্যাকটাস গাছের জন্য ঘরে নেতিবাচক এনার্জি তৈরি করে। যার জন্য আর্থিক ক্ষতি হতে পারে। তাই যতই ঘরের শোভা বৃদ্ধি করুন, এই গাছ না রাখাই ভাল। তা না হলে, সংসারে অশান্তি দেখা দিতে পারে।
advertisement
5/6
অনেকের বাড়িতে ইতিমধ্যে ক্যাকটাস গাছ আছে। বাস্তু দোষের কথা শুনে শখ করে কেনা গাছ ফেলে দেওয়া সম্ভব নয়। তাই বারান্দা কিংবা ছাদে রাখতে পারেন এই গাছ। তবে, এক্ষেত্রে কয়টি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ক্যাকটাস সূর্যের আলোয় রাখতে হবে। এতে পর্যাপ্ত বাতাস ও আলো লাগা দরকার।
advertisement
6/6
এটি ২০ থেকে ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা উচিত। ১০ থেকে ১২ দিন পর পর অল্প করে জল দিন। খুব জল দেবেন না। তা হলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই গাছে প্রচুর কাঁটা থাকে, যা হাতে ফুটে যেতে পারে। তাই গাছ লাগানোর সময় হাতে কাপড় জড়িয়ে তবেই হাত দিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips | Cactus Plant: বাড়িতে ক্যাকটাস রাখা কি ভাল, নাকি সংসারে দুঃসময় আসে? কী বলছে বাস্তুশাস্ত্র? জানলে চমকে যাবেন