Vastu Tips: ১ টাকার 'এই' সাদা বস্তু দিয়েই কাটবে বাস্তুদোষ! সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ঘর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Vastu Tips: জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, বাড়িতে থাকা এমন অনেক জিনিস রয়েছে। যেগুলি ব্যবহার করে বাস্তদোষ থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
1/9

বাড়িতে পারিবারিক সমস্যা লেগেই রয়েছে? এর কারণ হতে পারে বাস্তু দোষ। অনেকে সময় ঘরের সঠিক অবস্থান না হওয়ার কারণে তৈরি হয় এই বাস্তুদোষ।
advertisement
2/9
রান্নাঘর যদি ভুল জায়গায় তৈরি হয় তার থেকেও হতে পারে বাস্তু ত্রুটি। অনেক সমস্যার সম্মুখীন হতে পারে ব্যক্তি।
advertisement
3/9
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, অনেকেই বাড়ি তৈরির সময় বাস্তুর ত্রুটির কথা মাথায় রাখেন, কিন্তু রান্নাঘর বাস্তু অনুযায়ী করেন না।
advertisement
4/9
তাঁর মতে, বাড়ির রান্নাঘর হতে হবে অগ্নি কোণে। যদি তা না হয় তবে বাস্তু দোষ হতে পারে।
advertisement
5/9
যে বাড়িতে বাস্তু দোষ থাকে, সেখানে ঘরোয়া ঝামেলা বাড়তেই থাকে। তার বাড়িতে সবসময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।
advertisement
6/9
তবে জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, বাড়িতে থাকা এমন অনেক জিনিস রয়েছে। যেগুলি ব্যবহার করে বাস্তদোষ থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
7/9
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, কর্পূর ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। কর্পূর পোড়ানোর ধোঁয়া ঘরে শান্তির পরিবেশ তৈরি করে।কর্পূর পজিটিভ এনার্জি ছড়ায়।
advertisement
8/9
বাস্তুদোষ থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে স্নান করে প্রায় এক মাস ধরে একটি পাত্রে কর্পূরের মধ্যে একটি লবঙ্গ রেখে প্রতিদিন পুড়িয়ে ফেলুন।
advertisement
9/9
এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। রান্নাঘরের কোনও বাস্তু দোষ বা অন্য ত্রুটিও দূর হবে। (দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: ১ টাকার 'এই' সাদা বস্তু দিয়েই কাটবে বাস্তুদোষ! সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ঘর