Astrology: সপ্তাহের এই ৩ দিন ভুলেও গৃহপ্রবেশ নয়! ঘরে রাখুন ৫ সাধারণ জিনিস, উপচে পড়বে অর্থ-সুখ-সমৃদ্ধি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
গৃহপ্রবেশের সবচেয়ে শুভ সময় মাঘ,ফাল্গুন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাস কে মনে করা হয়।
advertisement
1/7

*আপনি কি নতুন ঘরে প্রবেশ করবেন? তবে গৃহপ্রবেশের আগেই কিন্তু মেনে চলতে হবে বাস্তুমতে এই কিছু নিয়ম। তবেই পরিবারের সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে। গৃহপ্রবেশ কোন মাসে করবেন এবং কি কি নিয়ম মেনে চলবেন এ বিষয়ে বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, শুভ দিনে গৃহপ্রবেশ করা উচিত। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা।
advertisement
2/7
*গৃহপ্রবেশের আগে অবশ্যই কোনও পুরোহিতের সঙ্গে আলোচনা করে দিন নির্ধারণ করে পূজা-মন্ত্র উচ্চারণ করে তবে গৃহ প্রবেশ করুন।
advertisement
3/7
*গৃহপ্রবেশ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ,আশ্বিন, পৌষমাসে ভুলেও করবেন না।গৃহপ্রবেশের সবচেয়ে শুভ সময় মাঘ, ফাল্গুন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাস ধরা হয়।
advertisement
4/7
*তবে মঙ্গলবার গৃহপ্রবেশ করা উচিত নয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহপ্রবেশ না করাই ভাল। এ দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য যে কোনও দিন গৃহপ্রবেশ করা যেতে পারে।
advertisement
5/7
*নতুন ঘরে প্রবেশ করার আগে ঘরের মালিক ও মালকিনকে অবশ্যই এই পাঁচটি শুভ জিনিস নিয়ে তবে ঘরে প্রবেশ করা উচিত। যেমন নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে তবে ঘরে প্রবেশ করতে হয়।
advertisement
6/7
*যেদিন গৃহ প্রবেশ করবেন সেদিন অবশ্যই রান্না ঘরের পুজো করবেন এবং বাড়িতে যে রান্না ঘর রয়েছে সেখানে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এরপর গরু, কাক, কুকুর, পিঁপড়ের জন্য খাবার বের করুন এবং গৃহপ্রবেশের দিন এই দিন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত।
advertisement
7/7
*কোনও ক্ষুধার্থ ব্যক্তিকেও ভোজন করাতে পারেন এর ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। নতুন ঘরে প্রবেশের আগেই তাই অবশ্যই এই কিছু কিছু জিনিস মেনে চলুন তবেই অশুভ দোষ থেকে মুক্তি পাবেন এবং ঘরে সুখ ও শান্তি ফিরে আসবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: সপ্তাহের এই ৩ দিন ভুলেও গৃহপ্রবেশ নয়! ঘরে রাখুন ৫ সাধারণ জিনিস, উপচে পড়বে অর্থ-সুখ-সমৃদ্ধি