Vastu Tips: বাড়বে খরচ, হতে পারে সংসারে অশান্তি! এই ৫ বদভ্যাস ভুলেও আর করবেন না
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে খারাপ অভ্যাসের সঙ্গে গ্রহের সম্পর্ক বলা হয়েছে।
advertisement
1/11

নয়া দিল্লি: ভাল অভ্যাস একজন মানুষকে সাফল্য পেতে সাহায্য করে। কিন্তু খারাপ অভ্যাসগুলি জেরে রাশিতে গ্রহের অবস্থান দুর্বল করে। জ্যোতিষশাস্ত্রে খারাপ অভ্যাসের সঙ্গে গ্রহের সম্পর্ক বলা হয়েছে। তিরুপতির জ্যোতিষাচার্য ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের কাছ থেকে জেনে নিন, যে কোন খারাপ অভ্যাসগুলি অবিলম্বে ত্যাগ করা উচিত। (প্রতীকী ছবি)
advertisement
2/11
অনেকেরই বারবার রাস্তায় থুতু ফেলার অভ্যাস রয়েছে। এই অভ্যাসের কারণে সূর্য গ্রহ সংক্রান্ত দোষ দেখা দেয়।সূর্যদোষের কারণে আপনার সম্পদ, শস্যের অভাব, কাজে ব্যর্থতা, বাবার সঙ্গে খারাপ সম্পর্ক ইত্যাদি সমস্যা দেখা দেয়। (প্রতীকী ছবি)
advertisement
3/11
আপনি নিশ্চয়ই অনেক মানুষকে দেখেছেন, যাঁরা সবসময় দাঁত দিয়ে নখ চিবিয়ে থাকেন। দাঁত দিয়ে নখ কামড়ানো একটি বদ অভ্যাস। (প্রতীকী ছবি)
advertisement
4/11
যাঁরা এটা করেন, তাঁদের শনি ও রাহু গ্রহ অশুভ। এই দুটি গ্রহ স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই দুই গ্রহের অশুভ প্রভাবে ব্যক্তির সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। (প্রতীকী ছবি)
advertisement
5/11
কারোর কারোর কোনও কারণ ছাড়াই গভীর রাত জাগার অভ্যাস থাকে। যাঁরা এটা করে তাঁদের রাশিতে চাঁদের অবস্থান দুর্বল। (প্রতীকী ছবি)
advertisement
6/11
চন্দ্র দোষের কারণে সুখ ও শান্তি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। মন স্থির না থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। (প্রতীকী ছবি)
advertisement
7/11
গাছ সবুজ, সুখ ও সমৃদ্ধির প্রতীক। এগুলোও গ্রহের সঙ্গে সম্পর্কিত। যাঁরা গাছ-গাছালির ক্ষতি করে, তাঁদের বুধ গ্রহ দুর্বল।(প্রতীকী ছবি)
advertisement
8/11
এ কারণে ব্যবসা ও কর্মজীবনে অগ্রগতি হয় না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিপল, নিম, তুলসী, বটগাছ, বেল, আমলকি গাছের ক্ষতি করা উচিত নয়। (প্রতীকী ছবি)
advertisement
9/11
যাঁরা রান্নাঘর ও পুজো ঘর নোংরা রাখেন, তাঁদের মঙ্গল ও বৃহস্পতি উভয়ই দুর্বল। মঙ্গল রান্নাঘরের সঙ্গে এবং বৃহস্পতি পূজোর ঘরের সঙ্গে সম্পর্কিত। (প্রতীকী ছবি)
advertisement
10/11
এই দুই গ্রহের দোষের কারণে কর্মে সাফল্য না পাওয়া, পড়াশোনায় বাধা, দাম্পত্য ও দাম্পত্য জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নোংরা রান্নাঘর এবং পূজা ঘরও বাস্তু দোষের সৃষ্টি করে। (প্রতীকী ছবি)
advertisement
11/11
এই প্রতিবেদনে লেখা তথ্য জ্যোতিষের নিজস্ব। নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়বে খরচ, হতে পারে সংসারে অশান্তি! এই ৫ বদভ্যাস ভুলেও আর করবেন না