TRENDING:

Vastu Tips Never plant 10 trees at home: এই ১০ গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না, ধ্বংস হয়ে যেতে পারে সংসার! আপনার বাড়িতে নেই তো

Last Updated:
Vastu Tips Never plant 10 trees at home: বাস্তুশাস্ত্র বর্তমানে অনেকেই মেনে থাকেন। যার ফলও পান অনেকেই। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন ১০টি গাছ রয়েছে যা বাড়িতে লাগালে আর্থিক অভাব-অনটন, সংসারে অশান্তি লেগেই থাকে। জেনে নিন বিস্তারিত।
advertisement
1/10
Vastu Tips: এই ১০ গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না, ধ্বংস হয়ে যেতে পারে সংসার!
১. বনসাই গাছ: বাস্তুশাস্ত্র অনুসারে বনসাই দেখতে খুব সুন্দর হলেও তা বাড়িতে লাগানো উচিৎ নয়। বনসাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ঠিকই, কিন্তু সংসারের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। এই গাছ থাকলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ ও পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিতে বাধা আসে বলে মনে করা হয়।
advertisement
2/10
২. ক্যাকটাস গাছ: অনেকেই ঘর সাজানোর বাড়ির ভিতর ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছে যেমন কাঁটা থাকে তা পরিবারের সদস্যদের জীবনেও নানা বাধা নিয়ে আসে। বাড়ির দরজায় কখনই ক্যাকটাস লাগানো উচিৎ নয়। এই গাছ দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলেও মনে করা হয়।
advertisement
3/10
৩. তেঁতুল গাছ: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তেঁতুল গাছ লাগানোও অশুভ বলে মনে করা হয়। এই গাছ লাগালে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করে বলে মনে করা হয়। এছাড়া পারিবারিক কলহ বৃদ্ধি পায়। শহরাঞ্চলে এমনিতেও তেঁতুল গাছ বাড়িতে খুব একটা দেখা যায় না। তবে গ্রামের দিকে এখনও দেখা যায় বাড়িতে তেঁতুল গাছ। তারা সাবধান।
advertisement
4/10
৪. মেহেন্দি গাছ: বাস্তুশাস্ত্র অনুসারে, দরজার সামনে মেহেন্দি গাছ লাগানো উচিত নয়। এই গাছে অশুভ শক্তি বাস করে। সেজন্য ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। মানসিক অশান্তিতে ভোগেন পরিবারের সদস্যরা। সংসারের আর্থিক দিক থেকেও অবনতি ঘটে বলে মনে করা হয়।
advertisement
5/10
৫. খেজুর গাছ: বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে কখনও খেজুর গাছ লাগানো উচিত নয়। যে বাড়িতে খেজুর গাছ থাকে সেখানে দারিদ্রের আগমন ঘটে। আর্থিক সমস্যা তো থাকেই, এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপরও অশুভ প্রভাব পড়ে।
advertisement
6/10
৬. বাবলা গাছ: আয়ুর্বেদে বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে। নানা রোগের চিকিৎসায় সক্ষম বাবুল। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনও বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো উচিত নয়। বাবলা গাছ কাঁটাযুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে। তাতে সংসারে অশান্তি লেগেই থাকে।
advertisement
7/10
৭. বট-অশ্বত্থ গাছ: বট বা অশ্বত্থ গাছের ছায়া অনেকের কাছেই খব প্রিয়। তা আরামদায়কও বটে। কিন্তু বাড়িতে পূর্ব দিকে অশ্বত্থ গাছ এবং পশ্চিম দিকে বটগাছ লাগানো একেবারেই উচিৎ নয়। কারণ বাস্তুশাস্্ত্র অনুযায়ী বট বা অশ্বত্থ গাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক। যা সংসারে অশান্তি বয়ে আনে।
advertisement
8/10
৮. কার্পাস গাছ: অনেকে কার্পাস গাছ ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকেন। কিন্তু বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ লাগানো অশুভ। মনে করা হয় এই গাছ বাইরের ধুলোবালিকে আকৃষ্ট করে। যার ফলে ঘর নোংরা হয় ও নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে এই গাছ দারিদ্র ও দুঃখের বাহক। তই ভুলেও এই গাছ বাড়িতে লাগাতে নেই।
advertisement
9/10
৯. কুল গাছ: অনেকের বাড়িতেই কুল গাছ থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয়, আবার নানান সমস্যারও সৃষ্টি হয়। যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে, সেখানে লক্ষ্মী বাস করেন না বলে মনে করা হয়।
advertisement
10/10
১০. বাঁশ গাছ: বাঁশ গাছের নানা উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁস গাছও বাড়িতে থাকা অশুভ মনে করা হয়। বাঁশ গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক হিসেবে বলে মনে করা হয়। যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips Never plant 10 trees at home: এই ১০ গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না, ধ্বংস হয়ে যেতে পারে সংসার! আপনার বাড়িতে নেই তো
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল