Vastu Tips: বাড়ি বা ঘরের রং কেমন হলে সুখ-উন্নতি-টাকা উপচে পড়ে? জানুন বাস্তু বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Vastu Tips: বাস্তু মতে ঘর বা বাড়ির রং বদলে দিতে পারে ভাগ্য! এই নিয়মে রং করলেই রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য, সব বাধা কেটে যাবে! জানুন
advertisement
1/5

উত্তর-পূর্ব ঘরে সাদা বা বেগুনি রঙ ব্যবহার করা উচিত। এই ঘরটিকে বাড়ির সবচেয়ে পবিত্র কক্ষ বলে মনে করা হয়।
advertisement
2/5
বাস্তু বিশেষজ্ঞ আর চৌধুরি বলেন, দক্ষিণ-পূর্ব ঘরে হলুদ বা কমলা রং ব্যবহার করা উচিত, অন্যদিকে বাদামী, অফ-হোয়াইট,হলুদ, মিশ্র রং দক্ষিণ-পশ্চিমের ঘরে ব্যবহার করা উচিত।
advertisement
3/5
বিছানা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে ঘরে সবুজ রং ব্যবহার করা উচিত।উত্তর পশ্চিম ঘরের জন্য সাদা ছাড়া যেকোনও রং বেছে নিতে পারেন।
advertisement
4/5
আকাশী রঙ জলের উপাদান নির্দেশ করে। বাড়ির উত্তর দিকের দেওয়ালে এই রং করতে পারেন।বাড়ির প্রধান প্রবেশদ্বারের জন্য ক্রিম রঙ, লাল, গোলাপী, হালকা মেরুন রঙ থাকা শুভ।
advertisement
5/5
ডাইনিং রুমের রং খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি এমন জায়গা যেখানে বাড়ির প্রতিটি সদস্য এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন। খাবার ঘরে হালকা সবুজ, গোলাপি, আকাশী বা হলুদ রঙ শুভ ফল দেয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়ি বা ঘরের রং কেমন হলে সুখ-উন্নতি-টাকা উপচে পড়ে? জানুন বাস্তু বিশেষজ্ঞের মত