Astrology: রোজ স্নানের জলে মিশিয়ে নিন ছোট্ট জিনিস! বদলে যাবে ভাগ্য! অর্থ-সুখের পাহাড়ে বসবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Vastu: সপ্তাহের সাতদিন স্নানের জলে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করলে অবাক করা ফলাফল মিলবে।
advertisement
1/6

*বিশিষ্ট জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, সপ্তাহে সাতদিন স্নানের জলে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করলে অবাক করা ফলাফল মিলবে।
advertisement
2/6
*সোমবারে কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে স্নান করলে আপনার শারীরিক ও অর্থ সংকট দুর হবে। রোগ নিরাময় হবে। মঙ্গলবার সামান্য কেশর মিশিয়ে স্নান করুন। আপনার এর্নাজি কম থাকলে বাড়বে এবং সতেজ থাকবে শরীর ও মন।
advertisement
3/6
*বুধবার এক বালতি জলে পুদিনা পাতা অথবা দু-তিনটে ছোট এলাচ জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসা সমৃদ্ধি হবে এবং আপনার কমিউনেকশন ভাল হবে।
advertisement
4/6
*বৃহস্পতিবার অল্প হলুদ গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সৎবুদ্ধি ও জ্ঞান বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে। শুক্রবার সামান্য গোলাপ জল অথবা কর্পুর গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসায় সমৃদ্ধি হবে এবং বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
advertisement
5/6
*শনিবার আপনি যখন স্নান করবেন তখন একবালতি জলে কালো তিল মিশিয়ে নিন। নানা রকম বাধা কাটবে। কর্মে প্রগতি আসবে।
advertisement
6/6
*রবিবার ছুটির দিনে সামান্য লাল চন্দন গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: রোজ স্নানের জলে মিশিয়ে নিন ছোট্ট জিনিস! বদলে যাবে ভাগ্য! অর্থ-সুখের পাহাড়ে বসবেন