Broom Vastu Tips 2023: দিনের 'এই' সময় ভুলেও ঘর ঝাঁট দেবেন না, তছনছ হবে জীবন! ঘিরে ধরবে দারিদ্র্য
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Vastu Tips 2023: শাস্ত্র এবং বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে। সেই নিয়মগুলি মেনে ঘরদোর ঝাঁট দিলে বা পরিষ্কার করলে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে।
advertisement
1/9

*ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কিন্তু তার জন্য অনেকেই বারবার ঘর ঝাড়ামোছা করতে থাকেন। তবে অধিকাংশ মানুষ হয়তো জানেন না যে, ঘরদোর ঝাঁট দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম রীতি রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/9
*জ্যোতিষাচার্য কিংবা বাস্তু বিশারদরা বলেন যে, ঝাঁটা সঠিক উপায়ে রাখা উচিত। নাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয়। প্রতীকী ছবি।
advertisement
3/9
*আবার অনেকেই ঘর ঝাঁট দিয়ে আবর্জনা বাইরে ফেলে দেন। অথচ এই বিষয়টাও কিন্তু শুভ নয়। এটা আর্থিক অবস্থার ক্ষতি করে। এমনটাই জানাচ্ছেন পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ পণ্ডিত মনোৎপল ঝা। আজ তাঁর পরামর্শই শুনে নেওয়া যাক। প্রতীকী ছবি।
advertisement
4/9
*বাস্তুশাস্ত্রবিদ বলেন, শাস্ত্র এবং বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে। সেই নিয়মগুলি মেনে ঘরদোর ঝাঁট দিলে বা পরিষ্কার করলে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। প্রতীকী ছবি।
advertisement
5/9
*ঘর ঝাঁট দেওয়ার সময়: পণ্ডিত মনোৎপল ঝা-এর মতে, সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। শুধু তা-ই নয়, ওই সময় ঘরের ময়লা আবর্জনাও বাইরে ফেলা উচিত নয়। এতে দারিদ্র্যের বাতাবরণ সৃষ্টি হয়। প্রতীকী ছবি।
advertisement
6/9
*তিনি আরও জানান যে, সূর্য অস্তমিত হলে অথবা সূর্যাস্তের সময়ে ঘরদোর ঝাঁট দেওয়া উচিত নয়। যদি সন্ধ্যায় ঝাঁট দিতেই হয়, তাহলে সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে সেটা করা উচিত। প্রতীকী ছবি।
advertisement
7/9
*আসলে জরুরি পরিস্থিতিতে মাঝেমধ্যে সন্ধ্যায় ঝাঁট দেওয়ার পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে ময়লা আবর্জনা একটি ব্যাগে ভরে তা এক কোণে রেখে দেওয়া উচিত। তা ফেলা চলবে না। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। আর সুখ-সমৃদ্ধি উপচে পড়বে। প্রতীকী ছবি।
advertisement
8/9
*সন্ধ্যায় আবর্জনা পরিষ্কার নয়, পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ আরও বলেন যে, আমরা অনেক সময়ই দেখে থাকি যে, সেলুন, পার্লার বা স্যালঁতে চুল কাটা হলে তা সন্ধ্যাবেলায় বাইরে ফেলে দেওয়া হচ্ছে না। বরং তা একটা ব্যাগে ভরে রাখা হয়। আর পরের দিন সকালে সেটি পরিষ্কার করে দেন সেলুন বা পার্লারের কর্মীরা। প্রতীকী ছবি।
advertisement
9/9
*যদিও এই ভাবনাটি একান্ত তাঁরই, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। আসলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে, সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে ঝাঁট দেওয়া কখনওই উচিত হয়। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Broom Vastu Tips 2023: দিনের 'এই' সময় ভুলেও ঘর ঝাঁট দেবেন না, তছনছ হবে জীবন! ঘিরে ধরবে দারিদ্র্য