Vastu Tips| Astrology|| সব জায়গায় থাকে, আপনার বাড়িতে 'এই' গাছ আছে? আজই কাটুন, না হলে পথে বসবেন! অসুস্থতা পিছু ছাড়বে না
- Published by:Shubhagata Dey
Last Updated:
Plant Vastu Tips: ভুলেও এই গাছ আপনার বাড়ির উঠানে বা কাছাকাছি রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, এই গাছ যদি বাড়ির উত্তর দিকে থাকে তাহলে গৃহস্থের দুর্গতির শেষ থাকে না।
advertisement
1/8

*সকাল থেকেই গরমে নাজেহাল সাধারণ মানুষ দুপুরের পর বাড়ছে আরও তাপমাত্রা। এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা হাওয়া অফিসের। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/8
*ভুলেও এই গাছ আপনার বাড়ির উঠোনে বা কাছাকাছি রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, এই গাছ যদি বাড়ির উত্তর দিকে থাকে তাহলে গৃহস্থের দুর্গতির শেষ থাকে না। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার বাড়ির উত্তর দিকে যদি ডুমুর গাছ থাকে, তাহলে আজই কেটে ফেলুন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*সবাই মনের মতো বাড়ি চান। আর তার সঙ্গে যদি একটি মন ভোলানো বাগান থাকে, তাহলে তো আর কথাই হবে নেই। কিন্তু আপনি কি জানেন বাস্তুশাস্ত্র অনুসারে বসত বাড়িতে গাছের নানা ধরনের ভূমিকা রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*শুধুমাত্র বাস্তুশাস্ত্রে নয়, ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বসত বাড়িতে বৃক্ষরোপনের আলাদা গুরুত্ব রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*বসতবাড়ির কোনও কোনও গাছ যেমন বাড়ির শ্রী বৃদ্ধি করে। ঠিক তেমনই অশুভ গাছ আপনাকে সংকটের মধ্যে ফেলতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*তাই গাছ লাগানোর ক্ষেত্রে সাবধান। এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মনের মত বাগান তৈরি করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*বাস্তুশাস্ত্র মতে, বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী। তুলসী গাছের গন্ধ চারদিকের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে। তাই তুলসী গাছ অত্যন্ত উপকারী। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips| Astrology|| সব জায়গায় থাকে, আপনার বাড়িতে 'এই' গাছ আছে? আজই কাটুন, না হলে পথে বসবেন! অসুস্থতা পিছু ছাড়বে না