Vastu Shastra 2022: বাড়িতে এই ধরনের পিঁপড়ে দেখলে খুব সাবধান! প্রচুর টাকা পয়সা খরচের ধাক্কা লাগার সম্ভাবনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Vastu Tips 2022|Vastu Shastra 2022|Rashifal 2022|Horoscope 2022|Astrology 2022|Astrological Predictions 2022|Zodiac Sign 2022|Happy Life: পিঁপড়েই বদলে দেবে ভাগ্য তবে সব ব্যাপার এমনই থাকতে হবে
advertisement
1/10

ঘরে পিঁপড়ের বাস এ আর নতুন কথা কী? বেশিরভাগ সময়েই বৃষ্টিবদলে পিঁপড়ে দেখতে পাওয়া যায় গৃহস্থে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
অনেক সময়েই দেখতে পাওয়া যায় রান্নাঘরে খাদ্য সামগ্রীর মধ্যে পিঁপড়ে দেকতে পায়া যায় যা দেখেও না দেখার পর্যায়ে থেকে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
জ্যোতিষ শাস্ত্রমতে বাড়িতে পিঁপড়ে এক বিশেষ সঙ্কেত দিয়ে থাকে ৷ বাড়িতে কালো পিঁপড়ে বা কাঠপিঁপড়ে দেখতে পাওয়াটা অত্যন্ত শুভ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এই কাঠ পিঁপড়েই সঙ্কেত দেয় যে খুব তাড়াতাড়ি খুশির খবর আসছে ৷ এছাড়াও বাড়িতে কালো পিঁপড়ে লম্বা লাইন দিয়ে চড়ছে যার অর্থ আগামী সময় অত্যন্ত সুখের হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
শুধুই সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে তাই নয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে ৷ রান্নাঘরে চাল বা বাসন দিয়ে কালো পিঁপড়ে বাইছে এটি অত্যন্ত শুভ সঙ্কেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
এর অর্থ হল খুব তাড়িতাড়ি ধন-সম্পত্তির বৃষ্টি হবে ৷ এছাড়াও আর্থিক সমস্যার সমাধান হবে ৷ তবে জ্যোতিষ শাস্ত্র মতে যদি ঘরে লাল পিঁপড়ে দেখতে পাওয়া যায় অর্থাৎ চাপের সময় আসছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
বেশি খরচ হবে, ঘরোয়া বিবাদ বাড়তে পারে, টাকা পয়সার খরচেরও ইঙ্গিত দেয় ৷ তবে লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে ঘুরছে এমন ঘটনা ঘটলে তা অত্যন্ত শুভ সঙ্কেত বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
সেই সময়ে কিছু খাবার জিনিসপত্র ছড়িয়ে দিলে ভাল হতে পারে, একে শুভ সঙ্কেতও বলা হয় ৷ যদি কোনও দক্ষিণ দিক থেকে ঘরে পিঁপড়ে ঢুকছে এমন যদি হয় এবং পূর্ব দিকে প্রবেশ করছে এটি অত্যন্ত ভাল সঙ্কেত বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
পশ্চিম দিক থেকে পিঁপড়ের প্রবেশেই বিদেশযাত্রার সঙ্কেত দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Shastra 2022: বাড়িতে এই ধরনের পিঁপড়ে দেখলে খুব সাবধান! প্রচুর টাকা পয়সা খরচের ধাক্কা লাগার সম্ভাবনা