Vastu for frog : বাড়ির পাশে ব্যাঙের উৎপাত? জানেন কি, এই প্রাণির আগমন ঘটলে আপনার জীবনে কী ঘটবে! শুনে চমকে যাবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vastu for frog : জ্যোতিষশাস্ত্রে এও বিশ্বাস করা হয় যে ব্যাঙের আগমন জীবনের কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত। ঘরের বাইরে বা ভিতরে ব্যাঙ দেখার বিভিন্ন অর্থ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোনটা শুভ আর কোনটি অশুভ।
advertisement
1/9

বাড়ির আশপাশে কোনও নির্দিষ্ট প্রাণি দেখা বা হঠাৎ বাড়িতে চলে আসাকে অনেকে শুভ বলে বিবেচনা করেন। ব্যাঙও তেমনই একটি প্রাণি। যা বিভিন্ন স্থানে দেখা গেলে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হয়।
advertisement
2/9
জ্যোতিষশাস্ত্রে এও বিশ্বাস করা হয় যে ব্যাঙের আগমন জীবনের কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত। ঘরের বাইরে বা ভিতরে ব্যাঙ দেখার বিভিন্ন অর্থ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোনটা শুভ আর কোনটি অশুভ।
advertisement
3/9
হঠাৎ ব্যাঙের আবির্ভাব- বর্ষাকালে ব্যাঙের আধিক্য দেখা যায়, সেই সময় ব্যাঙ যে কোনও স্থানে সহজেই দেখা যায়। কিন্তু বর্ষা না থাকা অবস্থায় আপনি যদি হঠাৎ ব্যাঙ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
advertisement
4/9
ব্যাঙ আসলে সুখী জীবন এবং ভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই তাদের হঠাৎ আগমন শুভ বলে মনে করা হয়।
advertisement
5/9
বাড়ির দরজায় ব্যাঙের আবির্ভাব- আপনি বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছেন এবং কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। হঠাৎ একটি ব্যাঙ সামনে লাফ দিয়ে রাস্তা পার হয়ে গেল।
advertisement
6/9
তাহলে বুঝবেন, আপনার জীবনে সাফল্য আসতেতে চলেছে। এটি বিশ্বাস করা হয় যে বাড়ির চৌকাঠের কাছে একটি ব্যাঙ দেখা সুস্বাস্থ্যেরও প্রতীক।
advertisement
7/9
ঘরের ভিতরে ব্যাঙের আবির্ভাব- ঘরের বাইরে ব্যাঙ দেখাকে সুস্বাস্থ্যের প্রতীক মনে করা হয়। এমনকি বর্ষার অনুপস্থিতিতে, একটি বাড়িতে ব্যাঙের প্রবেশ সুখ এবং সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
advertisement
8/9
যদি একটি ব্যাঙ ঘরে প্রবেশ করে তবে এর অর্থ হল আপনার পরিবারের আর্থিক লাভ হতে চলেছে। ব্যাঙের ক্ষেত্রে এমনটা হলে সব ধরনের ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারেন।
advertisement
9/9
(Disclaimer: এই প্রতিবেদন News 18 Bangla-র নিজস্ব মতামত নয়৷ স্থানীয় মানুষদের বিশ্বাসের ভিত্তিতেই এই তথ্য৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu for frog : বাড়ির পাশে ব্যাঙের উৎপাত? জানেন কি, এই প্রাণির আগমন ঘটলে আপনার জীবনে কী ঘটবে! শুনে চমকে যাবেন