Vastu Tips: আলমারিতে ‘এই’ সব জিনিস রাখছেন, হু-হু করে টাকা বেরিয়ে যাচ্ছে, এখনই আটকান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vastu Tips: বাস্তুশাস্ত্রে ৪টি জিনিসের কথা বলা হয়েছে, যা কখনই আলমারির ভিতরে রাখা উচিত নয়
advertisement
1/7

বাস্তুশাস্ত্র অনুসারে সবকিছুরই নিয়ম আছে৷ অনেকক্ষেত্রেই সেই নিয়ম না জেনেই বিভিন্ন কাজ করা হয়৷ তাই অনেক পরিশ্রম করলেও সেই পরিশ্রমের যতটা ফল পাওয়া উচিত, ততটা ফলদায়ী হয় না৷ আলমারি এবং লকারের কী রাখবেন আর কী রাখবেন না, তারও নিয়মও বাস্তুশাস্ত্রে দেওয়া আছে। কারণ আলমারিতে ভুল জিনিস রাখলে বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং আর্থিক ক্ষতি হয়। অতএব, আজই আলমারি থেকে সেই জিনিসগুলি সরিয়ে ফেলুন।
advertisement
2/7
মানুষ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং গয়না ইত্যাদি লকার বা আলমারিতে রাখে। এসব ছাড়াও আলমারিতে অন্যান্য জিনিসও রাখা হয়, যার কারণে পজিটিভ এনার্জি ধীরে ধীরে নেগেটিভ এনার্জিতে পরিণত হয় এবং অর্থের চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
3/7
বাস্তুশাস্ত্রে ৪টি জিনিসের কথা বলা হয়েছে, যা কখনই আলমারির ভিতরে রাখা উচিত নয়। আপনার আলমারি বা লকারে যদি এই জিনিসগুলির কোনওটি থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। কারণ এসব জিনিস আপনার জমানো কষ্টার্জিত অর্থও ফাঁকা করে দিতে পারে।
advertisement
4/7
পারফিউম: সেন্ট বা সুগন্ধি আলমারিতে রাখা উচিত নয়। যদিও অনেকেই এমনটা করে থাকেন৷ কিন্তু বাস্তু অনুসারে এটাকে খুবই ভুল বলে মনে করা হয়। আলমারিতে সুগন্ধি রাখলে বাস্তু দোষ হয়, যার ফলে আর্থিক ক্ষতির শিকার হতে পারেন৷
advertisement
5/7
আয়না: অনেক সময়েই অনেক বাড়িতে আলমারিতে আয়না লাগিয়ে থাকেন৷ কিন্তু এটা করা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এটিকে বাড়ির আর্থিক অবস্থার জন্য শুভ বলে মনে করা হয় না। তাই আলমারিতে আয়না লাগানো একেবারেই অশুভ৷
advertisement
6/7
ছেঁড়া কাগজ: ছেঁড়া বা নষ্ট কাগজ আলমারিতে রাখা উচিত নয়। এগুলো আর্থিক সমস্যা বৃদ্ধি করে৷ পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তিও দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
7/7
কালো কাপড়: অনেকেই কাপড়ে বা বান্ডিলে মুড়ে টাকা রাখেন। তবে মনে রাখবেন যে জিনিসে টাকা রাখা হয়েছে তার রঙ যেন কালো না হয়। কালো কাপড়ে মুড়ে টাকা বা ধনসম্পদ রাখলে দ্রুত আর্থিক অবক্ষয় হয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: আলমারিতে ‘এই’ সব জিনিস রাখছেন, হু-হু করে টাকা বেরিয়ে যাচ্ছে, এখনই আটকান