TRENDING:

Vastu Tips of Windows : ঘরের জানলার সামনে এসব জিনিস রেখে দিয়েছেন? অজান্তে সংসারে ঘোর বিপদ ডাকছেন! সরিয়ে ফেলুন আজই

Last Updated:
Vastu Tips of Windows : জানালার কাছে কিছু রাখার আগে জেনে নিন বাস্তুর কিছু নিয়ম। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে তথ্য দিচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক।
advertisement
1/9
জানলার সামনে এসব জিনিস রেখে দিয়েছেন? অজান্তে সংসারে ঘোর বিপদ ডাকছেন! সরিয়ে ফেলুন
বাড়ি কাঠামো, দরজা, জানলা, সবই জুড়ে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক শক্তির সঙ্গে। কোনটি অশুভ, কোনটি শুভ, সব তথ্য জেনে বাড়ির যত্ন নিলে পরিবারে অশান্তি আসবে না।
advertisement
2/9
ঘরের দরজা এবং জানলা। অতীব গুরুত্বপূর্ণ দু’টি উপাদান। দু’টিই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। বলা হয়, আপনার ঘরের জানলা দিয়ে ঘরে যে আলো এবং বিশুদ্ধ বাতাস আসে তা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে।
advertisement
3/9
তাই এমন অনেক জিনিস রয়েছে যা বাস্তুশাস্ত্র অনুসারে জানলার কাছে বা সামনে রাখা নিষিদ্ধ। এই জিনিসগুলি আমাদের জীবনে অনেক সময়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
advertisement
4/9
তাই জানালার কাছে কিছু রাখার আগে জেনে নিন বাস্তুর কিছু নিয়ম। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে তথ্য দিচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক।
advertisement
5/9
বাস্তুশাস্ত্র অনুসারে, বিভিন্ন বৈদ্যুতিন বস্তুর তার সবসময় বাড়ির জানলা থেকে দূরে থাকা উচিত। ডিস বা অ্যান্টেনা আপনার বাড়ির জানলার বাইরে থাকা উচিত নয়। তাদের অস্তিত্বে জীবন জটিল হয়ে ওঠে। ঠিক ওই তারগুলির মতো জট পাকানো।
advertisement
6/9
বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কখনও জানলা থাকা উচিত নয়। উত্তর, উত্তর পূর্ব দিকে প্রসারিত জানালা রাখুন। বাড়ির উত্তর দিকে জানালা থাকলে শুভ শক্তি প্রবেশ করে। সূর্য অস্ত যায় পশ্চিমে। সেদিকে জানলা থাকলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে।
advertisement
7/9
জানালা দরজার কব্জায় নিয়মিত তেল দেবেন। ক্যাঁচক্যাচ শব্দ হলে বা মাটিতে ঘষা খেলে সংসারে অশান্তি হয় বলে মত বাস্তু বিশেষজ্ঞের। এমনটা হলে তাড়াতাড়ি সারাই করে নিন।
advertisement
8/9
যদি জানলার কাছে বিছানা বা খাট থাকে, তাড়াতাড়ি জায়গা পরিবর্তন করুন। স্বামী ও স্ত্রীর সম্পর্কে বাধা আসতে পারে এর কারণে।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips of Windows : ঘরের জানলার সামনে এসব জিনিস রেখে দিয়েছেন? অজান্তে সংসারে ঘোর বিপদ ডাকছেন! সরিয়ে ফেলুন আজই
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল