TRENDING:

Vastu Shastra Tips: ছাদে এই ৩ জিনিস রাখলেই সর্বনাশ,টাকার অভাবে কাঙাল হবেন, শনিদেবের অভিশাপে জীবন হবে নরক

Last Updated:
বাড়ির ছাদে ভুলেও রাখবেন এই জিনিসগুলো, জীবনে নেমে আসবে ঘোর অশান্তির ছায়া, টাকার অভাবে জীবন বেহাল হবে
advertisement
1/6
ছাদে এই ৩ জিনিস রাখলেই সর্বনাশ,টাকার অভাবে কাঙাল হবেন, শনিদেবের অভিশাপে জীবন হবে নরক
প্রতিটি বস্তুরই নিজস্ব একটা শক্তি থাকে! কখনও তা পজিটিভ শক্তি হয়, কখনও বা নেগেটিভ শক্তি। নিজেদের ভুলেই আমরা চারপাশে এমন সব জিনিস জমিয়ে রাখি, যাতে নেগেটিভ পাওয়ার রয়েছে। কাজেই, ভাল থাকতে হলে চারপাশ থেকে নেতিবাচক বা নেগেটিভ শক্তি রয়েছে, এমন জিনিস সরিয়ে ফেলতে হবে। তার জায়গায় আনতে হবে এমন জিনিস যা পজিটিভ শক্তিতে ভরপুর। এটাই বাস্তুশাস্ত্রের পন্থা- তবে মাথায় রাখবেন, জায়গা খালি রাখা যাবে না।
advertisement
2/6
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর থেকে কিছু জিনিস সরিয়ে ফেলা শুভ বলে মনে করা হয়। বাড়ির ছাদে কিছু জিনিস রাখার ক্ষেত্রে বাস্তু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। এটি করলে নেতিবাচক শক্তির প্রবাহ বন্ধ হবে এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে।
advertisement
3/6
বাড়ির ছাদ সম্পর্কিত বেশ কয়েকটি বাস্তু নিয়ম রয়েছে, যা অনুসরণ করলে জীবনে পজিটিভ পরিবর্তন আসতে পারে। পেতে পারেন ভাল খবর, জীবন উন্নতির দিকে এগোতে থাকে, সঙ্গে আসতে থাকবে বিপুল টাকা! অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান, অনেক লোকেই ছাদের এক কোণে ভাঙাচোরা ইলেকট্রনিক জিনিসপত্র রেখে দেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ছাদের কোণে ভাঙাচোরা জিনিসপত্র রাখলে বাড়িতে ঘোর আর্থিক অনটন নেমে আসে।
advertisement
4/6
বাড়িতে মরচে পড়া জিনিসপত্র রাখলে শনিদেব রেগে যান, জীবনে নেমে আসে ঘোর আর্থিক অনটন। ভাঙা ঘড়ি, মরচে পড়া লোহা বা ভাঙা বাসনপত্র ছাদের কোথাওই রাখা উচিত নয়। এটি করলে বাস্তু দোষের ঝুঁকি থাকে।
advertisement
5/6
অনেকেই ঘরের কোণেও ভাঙা এবং পুরনো জিনিসপত্র রেখে দেন। এটি বন্ধ করুন। এতে মানসিক অস্থিরতা তৈরি হয় এবং ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে না।
advertisement
6/6
বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির ছাদ পরিষ্কার রাখা উচিত। সেখানে টবে গাছ লাগানো উচিত। এতে পরিবেশ বিশুদ্ধ হয় এবং ঘরে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Shastra Tips: ছাদে এই ৩ জিনিস রাখলেই সর্বনাশ,টাকার অভাবে কাঙাল হবেন, শনিদেবের অভিশাপে জীবন হবে নরক
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল