TRENDING:

Kitchen Vastu: রান্নাঘরে এই কাজটি সকলেই করেন, এতেই সংসারে সুখ-অর্থের দফারফা! সামান্য ভুলের মাসুল গুনতে হয় গোটা পরিবারকে

Last Updated:
Kitchen Vastu: রান্নাঘরে কাজ করার সময় অনেকেই খুব দ্রুত বা জোরে জোরে বাসন রাখেন, এর ফলে নেতিবাচক আওয়াজ আসে। এই অভ্যাসটিকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করা হয়েছে।
advertisement
1/5
রান্নাঘরে এই কাজটি সকলেই করেন, এতেই সংসারে সুখ-অর্থের দফারফা! আর ভুল একেবারে নয়
*রান্নাঘরে রান্না করার সময় অনেকেই একটা বড় ভুল করেন, যা পরিবারের স্বাস্থ্যের উপর ব্যাপক ভাবে প্রভাব ফেলে। অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকাকালীনই বাড়ির মহিলারা রাগ আর বিরক্তির মধ্যেই রান্নাঘরের কাজ করতে শুরু করে দেন। আবার অনেক সময় রান্নাঘরে কাজ করার সময় অনেকেই খুব দ্রুত বা জোরে জোরে বাসন রাখেন, এর ফলে নেতিবাচক আওয়াজ আসে। এই অভ্যাসটিকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করা হয়েছে। এটা একেবারেই করা উচিত নয়, বিশেষ করে যেসব বাড়িতে প্রতিদিন লাড্ডু গোপালের সেবা করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচি বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) Local 18-কে বলেন, এমনটা করা একেবারেই ভুল। মহিলাদের সব সময় আনন্দের মেজাজেই রান্নাঘরে খাবার প্রস্তুত করা উচিত। ভুল করেও রাগের মাথায় খাবার রান্না করা উচিত নয়। এর কারণে ঘরে রাহুর প্রকোপ বাড়তে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*ফলে রাহু-কেতুর কারণে বাড়ির সকল সদস্যই কষ্ট পেতে পারেন। কারণ কেউ যখন নিজের শক্তি বা এনার্জি দিয়ে খাবার তৈরি করেন, সেই সময় মনে রাগ কিংবা বিরক্তি এলে খাবারের মধ্যেই নেতিবাচকতার সঞ্চার ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*রাগ করে রান্না: জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে জানান, নারীরা যদি রাগ করে রান্না করেন, তাহলে সবার আগে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হয়। সেই কারণে সময়ে সময়ে অর্থের ক্ষতি হয়। সম্পদ সঞ্চয় করতে সমস্যা হয় এবং কিছু ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা কাজে বাধা আসে। কেউ যতই পরিশ্রম করুন না কেন, তিনি বারবার ছোটখাটো বাধার সম্মুখীন হবেন। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*আসলে মহিলারা এইভাবে রান্নাঘরে খাবার রান্না করলে বাড়িতে নেতিবাচক শক্তিরও প্রবেশ ঘটে। যখন সকলে একই খাবার খান, তখন তাঁদের ভিতরেও সেই নেতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এই কারণে বাড়িতে অনেক সময় ঝগড়া-বিবাদ দেখা যায়। তাই বিশেষ করে মহিলাদের রান্না করার সময় আনন্দেই তা করা উচিত। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kitchen Vastu: রান্নাঘরে এই কাজটি সকলেই করেন, এতেই সংসারে সুখ-অর্থের দফারফা! সামান্য ভুলের মাসুল গুনতে হয় গোটা পরিবারকে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল