Vastu: প্রমোশন আটকে যাচ্ছে...? একফোঁটাও টাকা 'টিকছে' না...? প্রিয়জনের স্বাস্থ্যহানি...? শুধু কাঁচালঙ্কা দিয়ে করুন এই সহজ 'উপায়'! জানুন বাস্তু পরামর্শ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu: ভারতীয় রান্নাঘরের অন্যতম দরকারি সবজি কাঁচালঙ্কা। সবজিতে কাঁচালঙ্কা দু-একটা না পড়লে তার স্বাদ খোলে না কিছুতেই। তবে কাঁচালঙ্কা শুধু স্বাদের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ একটি উপাদান। তবে এসবের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই সবুজ লঙ্কাটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
1/16

দারিদ্রের শত্রু! এই এক টোটকায় হুহু করে আসবে টাকা! রোগ বালাই কাছে ধারে ঘেঁষবে না। সুখের সাত সাগরে ভাসবেন! শুধু কাঁচালঙ্কা দিয়ে করুন এই ছোট্ট 'উপায়'! বাস্তু বিষেশজ্ঞ বুঝিয়ে দিলেন কাঁচালঙ্কার বিশাল গুণ।
advertisement
2/16
ভারতীয় রান্নাঘরের অন্যতম দরকারি সবজি কাঁচালঙ্কা। সবজিতে কাঁচালঙ্কা দু-একটা না পড়লে তার স্বাদ খোলে না কিছুতেই। তবে কাঁচালঙ্কা শুধু স্বাদের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ একটি উপাদান। তবে এসবের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই সবুজ লঙ্কাটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
3/16
কাঁচালঙ্কা দৃষ্টিদোষ দূর করা থেকে ঘরের বাস্তু দোষ দূর করার কাজ করে ম্যাজিকের মতো। জ্যোতিষশাস্ত্রে কাঁচালঙ্কার বিভিন্ন ব্যবহার বর্ণনা করা হয়েছে, যা আপনার জীবনে আসা বাধা ও সমস্যা দূর করে।
advertisement
4/16
আমরা এই বিষয়ে ভোপালের জ্যোতিষী এবং পণ্ডিত বিনোদ সোনি জির সঙ্গে কথা বলেছি। তাঁর কথায়, 'কাঁচালঙ্কা বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে। এমতাবস্থায় বুধ গ্রহের দুর্বলতার কারণে আপনার জীবনে যত সমস্যা দেখা দেয় তা কাঁচালঙ্কার সাহায্যে দারুণ সহজেই কিন্তু সমাধান করা যেতে পারে।
advertisement
5/16
দৃষ্টিদোষ দূর করার প্রতিকার:জ্যোতিষশাস্ত্রেও দৃষ্টি দোষের কথা বলা হয়েছে। আসলে, এটি এক ধরণের নেতিবাচক প্রভাব (নেতিবাচক শক্তি দূর করার ব্যবস্থা) যা একজন ব্যক্তির ভাল জীবনে সমস্যা তৈরি করে। এমন অবস্থায় লোকে বলে কুদৃষ্টি পড়েছে।
advertisement
6/16
এমন পরিস্থিতিতে দৃষ্টির ত্রুটি দূর করার জন্য অনেক প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্য ও সৌন্দর্য সংক্রান্ত কোনও সমস্যা যদি হঠাৎ করে আপনার জীবনে এসে পড়ে, তাহলে আপনার উচিত কাঁচালঙ্কার প্রতিকারের চেষ্টা করা।
advertisement
7/16
কাঁচালঙ্কার প্রতিকার কী ভাবে করবেন?৭টি সবুজ মরিচ ব্যক্তির মাথায় ৭ বার উল্টো ও সোজা করে রাস্তার পাশে ফেলে দিতে হবে। হাতেনাতে পাবেন ফল। শ্রীবৃদ্ধি চোখে পড়বে চেহারায়।
advertisement
8/16
আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার উপায়আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন বা আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু টাকা মোটেই টিঁকছে না, তাহলে এমন পরিস্থিতিতে আপনার উচিত কাঁচালঙ্কার বিশেষ টোটকার সাহায্য নেওয়া।
advertisement
9/16
এই সমাধান করতে আপনার পার্সের ভিতরে ৩টি কাঁচালঙ্কা রাখুন। কাঁচা লঙ্কা শুকিয়ে গেলে আবার পাল্টে সেটি পার্সের ভিতরে রাখুন। এটি করলে আপনার কাছে সর্বদা অর্থ থাকবে।
advertisement
10/16
বাস্তু দোষ দূর করার উপায়:বাড়িতে হতে হতে কোনও ভাল কাজ যদি নষ্ট হয়ে যায় বা হঠাৎ করে কোনও বড় ক্ষতি হয়ে যায় বা কোনও মূল্যবান জিনিস হারিয়ে যায়, তাহলে জানবেন আপনার বাড়িতে কোনও বাস্তু দোষ আছে।
advertisement
11/16
এক্ষেত্রে কাঁচালঙ্কার দ্রবণ ব্যবহার করতে পারেন। এ জন্য প্রতিদিন সকালে একটি গ্লাসে একটি টাটকা কাঁচালঙ্কা ডুবিয়ে রাখুন। সারারাত জলে কাঁচালঙ্কা ফেলে দিন। দ্বিতীয় দিনেও একটি ফ্রেশ কাঁচালঙ্কা জলে ভিজিয়ে রাখুন। এটি নিয়মিত করলে বাস্তু দোষের প্রভাব কমে যায়।
advertisement
12/16
আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার উপায়আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থের অভাব অনুভব করছেন বা আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু আপনার কাছে কিছুই অবশিষ্ট থাকছে না, তাহলে এমন পরিস্থিতিতে আপনার উচিত কাঁচালঙ্কার সমাধান করা।
advertisement
13/16
এক্ষেত্রে আপনার পার্সের ভিতরে ৩টি কাঁচালঙ্কা রাখুন। কাঁচালঙ্কা শুকিয়ে গেলে আবার পরিবর্তন করে পার্সের ভিতরে রাখুন। এটি করলে আপনার কাছে সর্বদা অর্থ থাকবে।
advertisement
14/16
স্বাস্থ্যের জন্য কাঁচালঙ্কার প্রতিকারকেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন, তাহলে তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি কাঁচালঙ্কার কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন। আপনি রোগীর বালিশের নীচে ৫টি কাঁচালঙ্কা রাখুন এবং নিয়মিত কাঁচালঙ্কা পরিবর্তন করতে থাকুন। এর মাধ্যমে আপনি অবশ্যই রোগীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখতে পাবেন।
advertisement
15/16
চাকরিতে বাধা অতিক্রম করার উপায়আপনি যদি আপনার চাকরিতে কোনও সমস্যার সম্মুখীন হন বা আপনার পদোন্নতি দীর্ঘদিন ধরে ঝুলে থাকে। অফিসে যদি কোনও সহকর্মী আপনাকে হয়রানি করে, তাহলে প্রতিদিন আপনার কাজের ডেস্কে সাতটি কাঁচালঙ্কা রাখুন।
advertisement
16/16
এই কাঁচালঙ্কা যাতে কারও চোখে না পড়ে সেজন্য একটি বাটি দিয়ে ঢেকে রাখুন। আপনি এটি আপনার ডেস্ক ড্রয়ারের ভিতরেও রাখতে পারেন। এতে আপনার পথে আসা বাধাগুলো কমতে শুরু করবে ধীরে ধীরে। জীবনে ও কাজে সদর্থক পরিবর্তন দেখতে পারবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu: প্রমোশন আটকে যাচ্ছে...? একফোঁটাও টাকা 'টিকছে' না...? প্রিয়জনের স্বাস্থ্যহানি...? শুধু কাঁচালঙ্কা দিয়ে করুন এই সহজ 'উপায়'! জানুন বাস্তু পরামর্শ