TRENDING:

Vastu Tips: বাড়ি হয়েছে রোগের ডিপো? শুধু ভাগ‍্যকে দুষবেন না! এই ৫ বাস্ত দোষ হতে পারে কারণ? জেনে নিন মুক্তির উপায়

Last Updated:
বিখ্যাত জ্যোতিষী প্রদ্যুমন সুরি জানালেন বাস্তুর কোন কোন দোষের প্রকোপে পরিবারের সদস‍্যদের স্বাস্থ‍্য হানি হতে পারে।
advertisement
1/11
বাড়ি হয়েছে রোগের ডিপো? শুধু ভাগ‍্যকে দুষবেন না! এই ৫ বাস্ত দোষ হতে পারে কারণ?
বর্তমানে বেশিরভাগ সকলেই স্বাস্থ‍্য সচেতন। কিন্তু স্বাস্থ‍্যের হাজারো যত্ন নেওয়া সত্ত্বেও অসুস্থ হয়ে পড়ছে বাড়ির লোকজন? এমন পরিস্থিতিতে ভাগ‍্যকেই দায়ী করেন প্রায় সকলেই। তবে জ‍্যোতিষবিদ জানালেন, পরিবারের সদস‍্যদের অসুস্থতার কারণ বাস্তুর দোষও হতে পারে।
advertisement
2/11
বিখ্যাত জ্যোতিষী প্রদ্যুমন সুরি জানালেন বাস্তুর কোন কোন দোষের প্রকোপে পরিবারের সদস‍্যদের স্বাস্থ‍্য হানি হতে পারে।
advertisement
3/11
বলা হয়ে থাকে যে আপনার পরিবারের কোনও সদস্য যদি কোনও গুরুতর রোগে ভুগে থাকেন, তাহলে এর কারণ হতে পারে আপনার ঘরের কোনও ভুল কোণ বা আপনার বাথরুমের ভুল দিক। ঠিক কী কারণে আপনার সাধের বাড়ি হয়ে উঠছে রোগের বাড়ি?
advertisement
4/11
জ্যোতিষী প্রদ্যুমন সুরির মতে, বাড়ির একটি কোণ যদি চাপা হয় তা ওই বাড়িতে বসবাসকারী সদস‍্যদের স্বাস্থ‍্যের জন‍্য মোটেই ভাল নয়। বাড়ির কিছু অংশ উঁচু এবং কিছু অংশ নিচু থাকে।
advertisement
5/11
advertisement
6/11
যদি কারও বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম তৈরি করা হয় এবং সেখানে সর্বদা স্যাঁতসেঁতে ভাব থাকে। তাহলে ওই বাড়িতে রোগ আসার মধ্যে নিয়তির কোনও দোষ নেই। জ্ঞাতসারে বা অজান্তে গুরুতর অসুস্থতা বা অজানা রোগ ঘরে আসার আমন্ত্রণ দেওয়া হয়েছে।
advertisement
7/11
অসুস্থতা যদি আপনার বাড়ি ছেড়ে না যায়, তবে এর একটি কারণ হতে পারে পিতৃদোষ। পিতৃদোষ দূর করতে শুক্রবার সন্ধ্যায় অশ্বত্থ গাছে এক বাটি জল নিয়ে যান। সেই জলে কিছু চিনি বা অন্য মিষ্টি মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় রাখুন। এতে দোষ দূর হবে বলেই জানালেন জ‍্যোতিষবিদ।
advertisement
8/11
বাড়িতে রং করার সময়ও সতর্ক থাকুন। বাড়ির দেওয়ালে ভুল রং করলে বাড়ির সদস‍্যদের জীবনে প্রভাব ফেলতে পারে।
advertisement
9/11
বাস্তুশাস্ত্র অনুসারে, কোনও বাড়ির দেওয়ালে নীল রঙ করা হলে সেই বাড়ির সদস্যদের ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। দেয়ালে লাল বা অন্য কোনও রঙে রং করে নিন অবিলম্বে।
advertisement
10/11
পার্টিতে নীল-কালো রঙের পোশাক পরা যেতে পারে। তবে সাধারণ দিনে, এই রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত কারণ এটি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
advertisement
11/11
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়ি হয়েছে রোগের ডিপো? শুধু ভাগ‍্যকে দুষবেন না! এই ৫ বাস্ত দোষ হতে পারে কারণ? জেনে নিন মুক্তির উপায়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল