সুখের সংসার খানখান! সূর্যাস্তের পর ভুলেও করবেন না এই কাজগুলি! নিমেষে হারাতে হতে পারে অর্থ থেকে সুখ-সমৃদ্ধি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
আর্থিক অনটন, পারিবারিক সমস্যা ব্যাপক ভাবে দেখা দিতে পারে জীবনে। তাই সূর্যাস্তের পর কোন কাজগুলি ভুলেও করবেন না, জেনে নিন।
advertisement
1/9

ভারতীয় প্রাচীন শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ করা রয়েছে যা দিনের বিশেষ সময়ে করা উচিত নয় কখনই। সন্ধ্যাবেলা করা উচিত নয়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা কখনও কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয়। কারণ হিসেবে হিন্দু শাস্ত্রে বলা হয়, সন্ধ্যেবেলা বাড়িতে দূর্গা, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয়।
advertisement
2/9
শাস্ত্রে বলে সন্ধ্যাবেলা কিছু কাজ করার অর্থ হল সমস্ত দেবী-দেবতাদের রুষ্ট করা। ফলে আর্থিক অনটন, পারিবারিক সমস্যা ব্যাপক ভাবে দেখা দিতে পারে জীবনে। তাই সূর্যাস্তের পর কোন কাজগুলি ভুলেও করবেন না, জেনে নিন।
advertisement
3/9
সন্ধ্যাবেলা ঘুমাবেন না যে কোনও কাজ করার একটি সঠিক সময় রয়েছে। সাধারণত রাতের ঘুমের বাইরে মানুষ কাজের ফাঁকে বা দুপুরে ভাত খাওয়ার পরে একটু বিছানায় গড়িয়ে নেন। আবার অনেকেই সন্ধ্যাবেলাও ঘুমিয়ে থাকেন। দুপুরের ঘুম থেকে আলস্য ঝেড়ে উঠতেই চায় না মন।
advertisement
4/9
কিন্তু জানেন কী শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘুমাতে নেই। কারণ এর ফলে তাঁদের আয়ু কমে বলে মনে করা হয়। পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে। আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধ্যাবেলা লক্ষ্মীর আগমন ঘটে, এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান।
advertisement
5/9
সূর্যাস্তের পর ঘরে বা উঠোনে ঝাট দেবেন না সূর্যাস্তের পর কখনও বাড়িতে বা উঠোনে ঝাট দিতে নেই। কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘর ঝাট দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়।
advertisement
6/9
চৌকাঠে বসবেন না সন্ধ্যাবেলা কখনও বাড়ির চৌকাঠে বসতে নেই। কারণ এ সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধ্যাবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান।
advertisement
7/9
তুলসী স্পর্শ করবেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই। শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না-মানলে সেই পরিবারে দারিদ্র ও দুর্ভাগ্য আসে। এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না।
advertisement
8/9
সূর্যাস্তের পর দান করবেন না যে কোনও ধর্মেই দান-পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার দানের কিছু নিয়ম রয়েছে। শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনও কিছু দান করা উচিত নয়, বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন।
advertisement
9/9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুধ দান করা শুভ। কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা বর্জন করুন। সূর্য ও চন্দ্র পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এর ফলে লক্ষ্মী-নারায়ণ রেগে যান। এমনকি আর্থিক লোকসান হয়। আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে, শান্তি বজায় রাখে। তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ-সমৃদ্ধি দূর হয় বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
সুখের সংসার খানখান! সূর্যাস্তের পর ভুলেও করবেন না এই কাজগুলি! নিমেষে হারাতে হতে পারে অর্থ থেকে সুখ-সমৃদ্ধি!