TRENDING:

Valentine's Day Zodiac Signs: প্রেমিকার উষ্ণ আলিঙ্গন? নাকি একা ঘরের কোণে? ভ্যালেন্টাইন্স ডে-তে কী আছে কপালে? জানুন আপনার প্রেমের রাশিফল

Last Updated:
Valentine's Day Zodiac Signs: প্রেমিকার উষ্ণ আলিঙ্গন? রাতভর পার্টিতে শ্যাম্পেনের ফোয়ারা? নাকি একা ঘরের কোণে? কীভাবে কাটবে ভ্যালেন্টাইন্স ডে, জানুন আপনার প্রেমের রাশিফল
advertisement
1/14
প্রেমিকার উষ্ণ ছোঁয়া? না বিচ্ছেদ? ভ্যালেন্টাইন্স ডে-তে কী হবে?রইল প্রেমের রাশিফল
আগামিকাল, বুধবার গোলাপ দিবস। এই দিনের হাত ধরেই শুরু প্রেমের সপ্তাহ উদযাপন। এক সপ্তাহ পর ভ্যালেন্টাইন্স ডে বা সন্ত ভ্যালেন্টাইনের দিনে হবে প্রেমের চরম পালন।
advertisement
2/14
কিন্তু প্রেমের সপ্তাহের আগে কী বলছে আপনার ভালবাসার ভাগ্য? জেনে নিন প্রেমের রাশিফল। বলছেন পণ্ডিত জগন্নাথ গুরুজি।
advertisement
3/14
রোমাঞ্চকর ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে চলেছেন মেষরাশির জাতকরা। মনের মানুষের সঙ্গে উপভোগ করতে পারেন অভিযানমূলক খেলাধুলো।
advertisement
4/14
বৃষরাশির ভ্যালেন্টাইন্স ডে কাটবে ঘরের নিভৃত কোণে। তাঁরা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবেন প্রিয়জনদের সঙ্গে অন্তরঙ্গ আলিঙ্গনে। উপভোগ করবেন প্রেমিক বা প্রেমিকার উষ্ণ সান্নিধ্য।
advertisement
5/14
মিথুনরাশিকে বলা হয় রঙিন প্রজাপতি। প্রাইভেসি নয়। তাঁরা ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে। হৈ হৈ আনন্দে গল্প করে।
advertisement
6/14
অন্যের প্রতি ভালবাসা ও যত্ন দেখাতে ভালবাসে কর্কটরাশির জাতকরা। ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁরা রোমান্টিক বন্ড মজবুত করতে পারেন। বাইরে না গিয়ে বাড়িতেই মনের মানুষের পছন্দসই রান্না করে বা উপহার এনে প্রেমের উদযাপন করতে পারেন।
advertisement
7/14
সিংহরাশির জাতক জাতিকারা রাজকীয় আনন্দে উদযাপন করবেন ভ্যালেন্টাইন্স ডে। রঙিন পার্টিতে ভেসে যাবেন আনন্দ উদযাপনে। ভূরিভোজের সঙ্গে থাকতে পারে শ্যাম্পেন ফোয়ারাও।
advertisement
8/14
কন্যারাশির জাতক জাতিকারা বাস্তববাদী হন। প্রেমের সাগরে গা না ভাসিয়ে তাঁরা খেয়াল রাখবেন পার্টনারে ভালমন্দের দিকে। স্বাস্থ্যকর খাবার ও ডিটক্স পানীয় হবে উদযাপনের সঙ্গী।
advertisement
9/14
রোম্যান্স থেকে আলাদা হতে পারেন না তুলারাশির জাতকরা। ভ্যালেন্টাইন্স ডে তাঁদের জন্য উদযাপনের সেরা সময়। অনেক দিন ধরে পরিকল্পনা করে উপহার, সিনেমরা টিকিট, রেস্তরাঁর টেবল বুক করে রাখেন তাঁরা।
advertisement
10/14
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের দিকে খুবই প্যাশনেট। তাঁরা প্রেমের কবিতা, উপন্যাস, গানে কাটাতে পারেন এই বিশেষ দিন।
advertisement
11/14
ভ্রমণপ্রিয় ধনুরাশি এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তাঁরা কোনও রিসর্টে বা ড্রিম ডেস্টিনেশনে কাটাবেন প্রেমের দিন।
advertisement
12/14
মকররাশির জাতক জাতিকারা সবথেকে বেশি গুরুত্ব দেন উপহারে। মনের মানুষের জন্য পছন্দসই রান্না, কোনও শৈল্পিক উপহার বা কাজের জিনিস কিনতে পারেন তাঁরা।
advertisement
13/14
কুম্ভরাশির জাতক জাতিকারাও চেষ্টার ত্রুটি রাখেন না প্রেমের দিন সফল উদযাপনে। অনন্য সৃষ্টিশীলতায় তাঁরা জয় করেন পার্টনারের মন।
advertisement
14/14
পছন্দের মানুষের হৃদয় জয় করতে নিজের সৃষ্টিশীলতা উজাড় করে দেবেন মীনরাশির জাতক জাতিকারা। প্রেমিক বা প্রেমিকার মন পেতে তাঁরা আঁকতে পারেন ছবি। বা লিখতে পারেন নান্দনিক কবিতা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Valentine's Day Zodiac Signs: প্রেমিকার উষ্ণ আলিঙ্গন? নাকি একা ঘরের কোণে? ভ্যালেন্টাইন্স ডে-তে কী আছে কপালে? জানুন আপনার প্রেমের রাশিফল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল