Vaishakhi Amavasya Lucky Zodiac Signs: রাত পোহালেই বৈশাখী অমাবস্যা! প্রোমোশন, অর্থ ও সম্পদের আলোয় সৌভাগ্য আসবে এই ৩ রাশির জীবনে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vaishakhi Amavasya Lucky Zodiac Signs: অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে
advertisement
1/6

রাত পোহালেই বৈশাখী অমাবস্যা। মঙ্গলবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনী বিশ্বাস মতে।
advertisement
2/6
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
advertisement
3/6
অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। বলছেন পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।
advertisement
4/6
মেষরাশির জাতক জাতিকাদের জন্য বৈশাখ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও শুভ। তাঁদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে। উপার্জনের নতুন পথ খুলে যাবে। জীবনে আসবে ধনসম্পদ এবং সুখসমৃদ্ধি।
advertisement
5/6
বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির তুফান উঠবে অমাবস্যায়। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। সুস্বাস্থ্য বজায় থাকবে। জীবনে আসবে সুদিন।
advertisement
6/6
বৈশাখের অমাবস্যায় কুম্ভরাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন। চাকরিতে কর্মোন্নতি আসন্ন। নতুন কাজ শুরু করে সাফল্য পাবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vaishakhi Amavasya Lucky Zodiac Signs: রাত পোহালেই বৈশাখী অমাবস্যা! প্রোমোশন, অর্থ ও সম্পদের আলোয় সৌভাগ্য আসবে এই ৩ রাশির জীবনে