TRENDING:

Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি

Last Updated:
Vaishakhi Amavasya Date Time Rituals 2024: আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা। অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত। এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না।
advertisement
1/10
আসছে বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
advertisement
2/10
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
advertisement
3/10
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/10
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
advertisement
5/10
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
advertisement
6/10
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
7/10
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
advertisement
8/10
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
advertisement
9/10
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
advertisement
10/10
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল