Bhadra Month Vastu Eating Tips: শুরু হল ভাদ্রমাস! ভুলেও খাবেন না এই ২ ডাল ও ২ সবজি! লন্ডভন্ড সংসারে জীবন নিয়ে ছিনিমিনি খেলবে অভাব ও রোগ ব্যাধি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bhadra Month Vastu Eating Tips: ভাদ্রমাসে একাধিক আচরণ ও আহারবিধি আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেগুলি পালন করলে জীবনে দুঃখকষ্ট থাকে না। অর্থের স্রোতে কাটে অভাবের ক্ষরা। ঘর সংসারে আসে সুখের প্লাবন।
advertisement
1/8

বাংলা পঞ্জিকা তথা ক্যালেন্ডারে হাজির ভাদ্র মাস। ভাদ্রপদা নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়ে থাকে। একাধিক পার্বণ পালিত হয় এই মাসে। বিভিন্ন দিক থেকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মাস।
advertisement
2/8
ভাদ্রমাসে একাধিক আচরণ ও আহারবিধি আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেগুলি পালন করলে জীবনে দুঃখকষ্ট থাকে না। অর্থের স্রোতে কাটে অভাবের ক্ষরা। ঘর সংসারে আসে সুখের প্লাবন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/8
মরশুম অনুযায়ী ভাদ্রমাসের জন্য একাধিক আহারবিধি নির্ধারিত হয়েছে চরক সংহিতায়। এ সময় শরতের সূত্রপাত। গরম এবং ঠান্ডা-দু’রকম বৈশিষ্ট্যই থাকে ঋতুতে। তাই এই মাসে খুব গরম বা খুব ঠান্ডা কোনওটাই খাওয়া যাবে না।
advertisement
4/8
ভাদ্র মাসে দুধ এবং ঘি খাওয়া গেলেও বর্জন করতে হবে দই এবং লস্যি। নয়তো দেখা দিতে পারে পরিপাক সংক্রান্ত সমস্যা। হজমের গন্ডগোলে জেরবার হতে পারেন।
advertisement
5/8
ভাদ্র মাসে বর্ষার প্রকোপ পুরোপুরি যায় না। ফলে কীটপতঙ্গের উপদ্রব লেগেই থাকে। হজম সমস্যা এড়াতে দূরে থাকুন বাসি খাবার থেকে। বরং খান টাটকা খাবার।
advertisement
6/8
এখন সারা বছর পাওয়া গেলে ভাদ্রমাসে তরমুজ খাবেন না। সবজির মধ্যে এড়িয়ে চলুন বেগুন এবং মুলো। কারণ এইগুলি খেলে অহিত হতে পারে শরীরের।
advertisement
7/8
ভাদ্রমাসে খাবেন না মুসুর ডাল এবং ছোলার ডাল। বরং খেতে পারেন অড়হর ডাল-সহ অন্যান্য ডালগুলি।
advertisement
8/8
উপকারী হলেও ভাদ্র মাসে খাওয়া যাবে না ছাতু। এতে শরীরের হিতে বিপরীত হতে পারে। তাই অতি চেনা এই খাবারও এড়িয়ে চলতে হবে এই ভাদ্র মাসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhadra Month Vastu Eating Tips: শুরু হল ভাদ্রমাস! ভুলেও খাবেন না এই ২ ডাল ও ২ সবজি! লন্ডভন্ড সংসারে জীবন নিয়ে ছিনিমিনি খেলবে অভাব ও রোগ ব্যাধি