TRENDING:

Ulto Rath Vastu Plantation: রাত পোহালেই উল্টো রথ! বাড়িতে রোপণ করুন এই ৫ গাছের যে কোনও ১ টা! ঝড়ের বেগে টাকা ঢুকবে সিন্দুকে!

Last Updated:
Ulto Rath Vastu Plantation:এখানে ৫ টি গাছের কথা বলা হচ্ছে। তার মধ্যে ৫ টি গাছই রোপণ করতে পারলে খুবই শুভ। নয়তো যে কোনও একটি গাছ এর মধ্যে থেকে বেছে নিয়ে রোপণ করুন।
advertisement
1/8
রাত পোহালেই উল্টো রথ! বাড়িতে আনুন এই ৫ গাছের যে কোনও ১ টা! ঝড়ের বেগে টাকা ঢুকবে সিন্দুকে
রাত পোহালেই শনিবার উল্টো রথযাত্রা৷ প্রথামাফিক মাসির বাড়ি থেকে নিজগৃহে অর্থাৎ দেবালয়ে ফিরবেন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাদেবী৷
advertisement
2/8
রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই রথের মেলা থেকে গাছের চারা কিনে আনেন। কিন্তু জানেন কি যে কোনও গাছ পুঁতলেই হবে না। বাস্তু নীতি মেনে গাছ লাগান বাড়িতে। দূর হবে সব ভাগ্যদোষ। চুম্বকের টানে আসবে টাকা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/8
এখানে ৫ টি গাছের কথা বলা হচ্ছে। তার মধ্যে ৫ টি গাছই রোপণ করতে পারলে খুবই শুভ। নয়তো যে কোনও একটি গাছ এর মধ্যে থেকে বেছে নিয়ে রোপণ করুন।
advertisement
4/8
উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে বাড়িতে আনুন লাকি ব্যাম্বু গাছ। এটি আপনার বাড়িতে ধনসম্পদ, সুখশান্তি, সমৃদ্ধি টেনে আনে। সব রকমের বাস্তুদোষ দূর করবে। সব দিক থেকে নেগেটিভিটি টেনে নেয়।
advertisement
5/8
বাড়ির উত্তর পশ্চিম কোণে নিমগাছ লাগান উল্টো রথযাত্রার দিন। অত্যন্ত শুভ ফল পাবেন। তবে অন্য দিকে রোপণ করবেন না। তবে ছোট্ট উঠোন থাকলে তবেই এই গাছ রোপণ করুন। এটা কোনওমতেই ইন্ডোর প্ল্যান্ট নয়।
advertisement
6/8
উল্টো রথযাত্রায় বাড়িতে কলাগাছ লাগানো খুব ভাল। অত্যন্ত পবিত্র এই গাছ। বাড়ির বাস্তুদোষ দূর করতে সেরা। বাড়ির উত্তর পূর্ব কোণে রোপণ করুন কলাগাছ।
advertisement
7/8
উল্টো রথয়াত্রায় নারকেল গাছ রোপণ করুন বাড়ির বাগানে। দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন। এমনভাবে রোপণ করুন যাতে এই গাছের ছায়া বাড়িতে না পড়ে।
advertisement
8/8
নীল অপরাজিতা বাড়িতে থাকা খুব শুভ। যত দ্রত বড় হবে, তত দ্রুত টাকা আসবে ঘরে। মা লক্ষ্মীর আসন স্থায়ী হয় এই পবিত্র গাছের কল্যাণে। তাই শুভ উল্টো রথযাত্রার দিন বাড়িতে নীল অপরাজিতা বা নীলকণ্ঠের চারা রোপণ করতে ভুলবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ulto Rath Vastu Plantation: রাত পোহালেই উল্টো রথ! বাড়িতে রোপণ করুন এই ৫ গাছের যে কোনও ১ টা! ঝড়ের বেগে টাকা ঢুকবে সিন্দুকে!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল