TRENDING:

Tulsi Vivah 2023: শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে! এই পুজোতে‌ই ভরে উঠবে দাম্পত্য সুখ, জানুন জ্যোতিষকথা

Last Updated:
Tulsi Vivah 2023: নতুন বিবাহিত দম্পতিরা যদি এই বিয়েতে উপস্থিত থেকে পুজো সম্পন্ন করেন তাহলে জীবনে নেমে আসবে সুখ, দাবি জ‍্যোতিষী তথা পুরোহিত বিনোদ তিওয়াড়ির।
advertisement
1/5
শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে! এই পুজোতে‌ই আসবে দাম্পত্য সুখ, জানুন জ্যোতিষকথা
তুলসী গাছের বিয়ে বিষ্ণুর স্বরূপ শালগ্রাম শিলার সঙ্গে। এই রীতি তুলসী বিয়ে নামে পরিচিত। নতুন বিবাহিত দম্পতিরা যদি এই বিয়েতে উপস্থিত থেকে পুজো সম্পন্ন করেন তাহলে জীবনে নেমে আসবে সুখ বলে জানিয়েছেন জ‍্যোতিষী তথা পুরহিত বিনোদ তিওয়াড়ি।
advertisement
2/5
২৪ নভেম্বর তুলসী বিয়ের আয়োজন করা হবে। উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমার আগে যে কোনও দিন সন্ধ‍্যাবেলায় দেওয়া যায় তুলসী বিয়ে।
advertisement
3/5
এ বিষয়ে জ‍্যোতিষী বিনোদ তিওয়াড়ি জানান,"স্বামী ও পরিবারের সদস্যদের মঙ্গলকামনা করে তুলসী বিয়ের আয়োজন করেন মহিলারা। তুলসীকে লক্ষ্মীর অবতার মনে করা হয়। বৃন্দা নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই তিথিতে বিষ্ণুর স্বরূপ শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে দেওয়া হয়। সুখী দাম্পত্য জীবন ও সুখ-সমৃদ্ধির কামনা করা যায় এই পুজোতে।"
advertisement
4/5
সন্ধ্যাবেলায় তুলসীর টবের ওপর আখ দিয়ে মণ্ডপ তৈরি করতে হয়। লাল ওড়না অন‍্যান‍্য সাজসজ্জার সামগ্রী নিবেদন করতে হয় তুলসীকে। তুলসীর টবে শালগ্রাম শিলা রাখতে হয়। পুজোর সময়ে শালগ্রামে তিল নিবেদন করতে হয়।
advertisement
5/5
তারপর তুলসী ও শালগ্রামে দুধে ভেজানো হলুদ দিতে হয়। আখের মণ্ডপে হলুদের প্রলেপ লাগান হয়। ধূপকাঠি, প্রদীপ প্রজ্জ্বলিত করে আরতি সেড়ে পুজোর শেষে এগারো বার তুলসী গাছ পরিক্রমা করতে হয় বলে জানান জ‍্যোতিষী। (রিপোর্টার--Annanya Dey)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vivah 2023: শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে! এই পুজোতে‌ই ভরে উঠবে দাম্পত্য সুখ, জানুন জ্যোতিষকথা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল