TRENDING:

Tulsi Vastu Tips: তুলসী মঞ্চে ধূপ দেখালেও, বাদ থেকে যায় ‘এই’ উপাচার...জ্যৈষ্ঠ মাসে এই কাজে সংসারে হয় মঙ্গল

Last Updated:
আপনার বাড়িতে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে সেই শুকনো তুলসী গাছ যেন ফেলে দেবেন না। সেই গাছ দিয়ে কী কী করা উচিত, তা আমাদের জানাচ্ছেন, উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরদ্বাজ। তাঁর কাছ থেকে জানুন জ্যৈষ্ঠ মাসে তুলসী পুজার পদ্ধতি৷
advertisement
1/6
তুলসী মঞ্চে ধূপ দেখালেও, বাদ থেকে যায় ‘এই’ উপাচার...জ্যৈষ্ঠ মাসে এই কাজে সংসারে হয় মঙ্গল
হিন্দু ধর্মে তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। সাধারণ বিশ্বাস, যাঁরা তুলসীর পূজা করেন তাঁদের বাড়িতে কখনও অর্থের অভাব হয় না। এছাড়াও, ঘরে সুখ, সমৃদ্ধি এবং শান্তি সর্বদা বিরাজ করে। তবে মাস ভেদে তুলসী পূজার পদ্ধতিও পরিবর্তিত হয়। যা অনেকেরই জানা নেই৷
advertisement
2/6
জ্যৈষ্ঠ মাসে তাপ চরমে থাকে। এত তাপে বড় গাছই শুকিয়ে যায়, অনেক ক্ষেত্রে বাড়ির তুলসী তো বটেই। আপনার বাড়িতে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে সেই শুকনো তুলসী গাছ যেন ফেলে দেবেন না। সেই গাছ দিয়ে কী কী করা উচিত, তা আমাদের জানাচ্ছেন, উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরদ্বাজ। তাঁর কাছ থেকে জানুন জ্যৈষ্ঠ মাসে তুলসী পুজার পদ্ধতি৷
advertisement
3/6
শুকনো তুলসী দিয়ে এই প্রতিকারগুলি করুনআর্থিক সংকট: জ্যৈষ্ঠ মাসে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে তার মূলটি হলুদ কাপড়ে বেঁধে আপনার বাড়ির প্রধান প্রবেশপথে ঝুলিয়ে দিন। এর ফলে, ঘরে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়।
advertisement
4/6
শুকনো তুলসী: কটা শুকনো তুলসী কাঠ নিয়ে একটা বান্ডিল তৈরি করুন এবং তুলো বা সাদা সুতো দিয়ে তা বেঁধে দিন। এরপর গঙ্গা জলে ডুবিয়ে রাখুন। তারপর প্রতি সপ্তাহে সারা বাড়িতে সেই গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়।
advertisement
5/6
সুখ ও সমৃদ্ধি: জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত। সেই জলে সামান্য দুধ মিশিয়ে নিন। এছাড়াও, প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নীচে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মা লক্ষ্মী এতে খুব খুশি হন। ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: তুলসী মঞ্চে ধূপ দেখালেও, বাদ থেকে যায় ‘এই’ উপাচার...জ্যৈষ্ঠ মাসে এই কাজে সংসারে হয় মঙ্গল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল