TRENDING:

Tulsi Vastu Tips: 'এই' দিকে তুলসি গাছ রাখুন, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি লাভ; নাহলেই বিরাট সর্বনাশ!

Last Updated:
Tulsi Vastu Tips: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে জানান যে, অনেক সময়ই আমরা দেখি যে, তুলসি গাছ বারে বারে শুকিয়ে যায়, এর কারণ হল বাস্তু অনুসারে আমরা তুলসি গাছটিকে সঠিক জায়গায় রাখি না।
advertisement
1/8
'এই' দিকে তুলসি গাছ রাখুন, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি; নাহলে বিরাট সর্বনাশ!
আমাদের দেশে বেশির ভাগ বাড়িতে তুলসি গাছ লাগানো হয়। এদেশে তুলসির গাছ পুজারও নিয়ম রয়েছে। কারণ তুলসিকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করেন।
advertisement
2/8
দেবী তুলসি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় পাত্রী। যে ঘরে তুলসি গাছ থাকে সেখানে কখনই নেতিবাচক শক্তি প্রবেশ করে না, তবে দেখা যায় অনেক সময় তুলসি গাছ শুকিয়ে যায়।
advertisement
3/8
তুলসির ধার্মিক গুণ ছাড়াও এর আয়ুর্বেদিক গুণও রয়েছে। তুলসির পাতা সর্দি, কাশি, মুখে দুর্গন্ধের মতো সমস্যার হাত থেকে রেহাই দেয়।
advertisement
4/8
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচি বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) লোকাল 18-র সঙ্গে আলোচনাকালে জানান যে, অনেক সময়ই আমরা দেখি যে, তুলসি গাছ বারে বারে শুকিয়ে যায়, এর কারণ হল বাস্তু অনুসারে আমরা তুলসি গাছটিকে সঠিক জায়গায় রাখি না।
advertisement
5/8
কেউ যদি তুলসি সঠিক দিক অনুসারে না লাগান তবে গাছ শুকিয়ে যেতে পারে বাস্তু দোষের কারণে। জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে বলেছেন যে, তুলসি গাছ সবসময় বাড়ির উত্তর দিকে লাগাতে হবে।
advertisement
6/8
কারণ উত্তর দিক হল দেবী লক্ষ্মীর অভিমুখ। এখান থেকে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। এই দিকে দেব-দেবীদের স্থান রয়েছে এবং এটি সবুজ রঙের প্রতিনিধিত্ব করে। তাই এই দিক করে তুলসি গাছ লাগানো খুবই শুভ।
advertisement
7/8
কেউ যদি তাঁর বাড়ির দক্ষিণ দিকে তুলসি গাছ লাগিয়ে থাকেন, তাহলে তা খুবই অশুভ বলে মনে করা হয়। তাই বাস্তু অনুসারে গাছের স্থান নির্বাচন করা উচিত। এটি উত্তর দিকে মুখ করে রাখলে আর তুলসি গাছ শুকিয়ে যাবে না।
advertisement
8/8
এছাড়াও এই গাছ থেকে ঘরে পজিটিভ শক্তি আসবে। এতে আমাদের ঘরে সুখ-সমৃদ্ধি বাড়বে এবং আমাদের ঘরে টাকা আসতে শুরু করবে। এছাড়াও পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালবাসা বাড়বে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: 'এই' দিকে তুলসি গাছ রাখুন, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি লাভ; নাহলেই বিরাট সর্বনাশ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল