Tulsi: যখন তখন নয়, তুলসিপাতা তুলুন সঠিক নিয়ম মেনে! ঘরে ঢুকবে সুখ সমৃদ্ধি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদ তথা জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের প্রতিটি অংশই পবিত্র ও ওষধি গুণের আধার বলে মনে করা হয়৷
advertisement
1/7

তুলসী গাছকে বাস্তু তথা ভারতীয় শাস্ত্র শুভ হিসেবে গণ্য করা হয়। আয়ুর্বেদ তথা জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের প্রতিটি অংশই পবিত্র ও ওষধি গুণের আধার বলে মনে করা হয়৷ আয়ুর্বেদে তুলসীর যথেষ্ট গুরুত্ব রয়েছে।
advertisement
2/7
জ্যোতিষী আচার্য পণ্ডিত অলোক পানির জানালেন তুলসী তোলার নিয়ম। যে কোনও দিনে নয়, তুলসী তোলার নিয়ম মেনে না তুললে বড় সমস্যা আসতে পারে। তুলসী ছিঁড়ে নেওয়ার কী কী নিয়ম রয়েছে জেনে নিন।
advertisement
3/7
জ্যোতিষাচার্যর মতে, ব্রাহ্মমুহুর্তে তুলসী পাতা ছিঁড়ে ফেলা শুভ বলে মনে করা হলেও এর জন্য কিছু নিয়ম রয়েছে। তুলসী তোলার আগে মন্ত্র জপ করতে হবে। তার পরই তুলসী পাতা তুলতে হবে। এটি আপনার যে কোনও ইচ্ছা পূরণে সহায়ক হতে পারে।
advertisement
4/7
তুলসী তোলার আগে মন্ত্র জপ করতে হবে। তার পরই তুলসী পাতা তুলতে হবে। এটি আপনার যে কোনও ইচ্ছা পূরণে সহায়ক হতে পারে।
advertisement
5/7
ব্রাহ্ম মুহুর্তে তুলসী পাতা তোলার আগে প্রথমে স্নান করুন। তার পর আপনার প্রিয় দেবতার পূজা করুন। এর পরে তুলসী গাছের পুজো করুন এবং প্রথমবার মাত্র ২১ টি পাতা ছিঁড়ুন। জ্যোতিষাচার্যর মতে, এতে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে।
advertisement
6/7
এর পরে তুলসী গাছের পুজো করুন এবং প্রথমবার মাত্র ২১ টি পাতা ছিঁড়ুন। জ্যোতিষাচার্যর মতে, এতে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে।
advertisement
7/7
তুলসীকে জল নিবেদন করলে ঘরে ইতিবাচক শক্তি আসে। পাতায় সিঁদুর লাগাতে হবে। বলা হয় যে, এটি অর্থনৈতিক সমস্যার সমাধান করে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi: যখন তখন নয়, তুলসিপাতা তুলুন সঠিক নিয়ম মেনে! ঘরে ঢুকবে সুখ সমৃদ্ধি