Tulsi Plant Benefits: মিটবে সংসারের সমস্যা, রয়েছে ধনী হওয়ার যোগ! তুলসী গাছ পুজো করুন এভাবে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Tulsi Plant Benefits: শাস্ত্র মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা তুলসী গাছ সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়েছেন।
advertisement
1/7

নয়া দিল্লি: তুলসী গাছ কমবেশি সব বাড়িতেই দেখা যায়। শাস্ত্র মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা তুলসী গাছ সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়েছেন। এর ফলে ধনী হওয়ার যোগ রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
2/7
বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে শ্রী হরি বিষ্ণুকে খুশি করার জন্য মা তুলসীর পুজো করা হয় অনেক জায়গায়। এদিন স্নানের পর কাঁচা দুধ তুলসী গাছে ছিটিয়ে দিতে হয়। সন্ধ্যায় তুলসী গাছে ঘি প্রদীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায়। (প্রতীকী ছবি)
advertisement
3/7
তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই তুলসী মাতা প্রসন্ন হলে লক্ষ্মী সর্বদা ঘরে থাকেন বলে বিশ্বাস। হিন্দু শাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুকে তুলসী ফুল উৎসর্গ করলে লাভ পাওয়া যায়। (প্রতীকী ছবি)
advertisement
4/7
হিন্দু ধর্মে গঙ্গাজলকে পবিত্র বলে মনে করা হয়। তাই গঙ্গার জলে তুলসী পাতা মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখুন এবং এই জল প্রতিদিন আপনার বাড়িতে ছিটিয়ে দিন। (প্রতীকী ছবি)
advertisement
5/7
এতে করে ঘরের নেতিবাচক শক্তি শেষ হবে এবং বাড়ির অপ্রয়োজনীয় খরচ কমবে। এর পাশাপাশি বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
তবে খেয়াল গঙ্গাজল রাখবেন ছিটানোর পর তুলসীর পাতা যেন পায়ের নিচে না আসে। (প্রতীকী ছবি)
advertisement
7/7
এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষের নিজস্ব। News18 বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Plant Benefits: মিটবে সংসারের সমস্যা, রয়েছে ধনী হওয়ার যোগ! তুলসী গাছ পুজো করুন এভাবে