TRENDING:

Tulsi ke Upay: জীবন হবে সর্ব বাধা মুক্ত, মা লক্ষ্মীর প্রসন্নতায় সংসার উপচে উঠবে অর্থে, শুধু তুলসীমঞ্জরী ব্যবহার করতে হবে এই ভাবে

Last Updated:
পবিত্র এই বৃক্ষপত্রের প্রতি যুগ যুগান্ত ধরে ভারতবাসীর বিশ্বাস এমনই অটুট। বলাই হয় যে এই তুলসী শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। ফলে, যখনই সংসারের কোনও কাজে তাঁর অর্চনা হয়, অবশ্য ব্যবহৃত উপাদান হিসেবে নিবেদন করা হয় তুলসীপাতার অর্ঘ্য।
advertisement
1/6
জীবন হবে সর্ব বাধা মুক্ত, মা লক্ষ্মীর প্রসন্নতায় সংসার উপচে উঠবে অর্থে !
বৈষ্ণব পদাবলীর কবি তুলসী-তিল সহযোগে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলেন মাধবের শ্রীচরণে। তিনি জানতেন, তুলসী সঙ্গে নিজেকেও সমর্পণ করলে ভগবান তাঁকে ফেলতে পারবেন না। পবিত্র এই বৃক্ষপত্রের প্রতি যুগ যুগান্ত ধরে ভারতবাসীর বিশ্বাস এমনই অটুট। বলাই হয় যে এই তুলসী শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। ফলে, যখনই সংসারের কোনও কাজে তাঁর অর্চনা হয়, অবশ্য ব্যবহৃত উপাদান হিসেবে নিবেদন করা হয় তুলসীপাতার অর্ঘ্য।
advertisement
2/6
শুধু লোকপালক মধুসূদনের পূজার্চনা-ই তো আর নয়। তুলসী নিজেও এত শুদ্ধ যে তার উপস্থিতি মাত্রেই চারপাশের বাতাস পরিশুদ্ধ হয়ে ওঠে। সেই জন্য গৃহস্থ বাড়িতে তাকে রাখে, নিয়ম করে সকাল-সন্ধ্যায় জলসেচন তথা আরাধনা করে থাকে। আয়ুর্বেদেও রয়েছে তুলসীর বীজ, পাতা, শিকড়ের অত্যাশ্চর্য ব্যবহার, যা আমাদের রোগ থেকে আরোগ্যের পথে নিয়ে যায়।
advertisement
3/6
এই প্রসঙ্গে দিল্লির প্রখ্যাত জ্যোতিষী আচার্য পণ্ডিত অলোক পাণ্ড্য আমাদের তুলসীর আরেক মাহাত্ম্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তুলে ধরেছেন তুলসীমঞ্জরীর কথা এবং এর অভিনব পবিত্র শক্তির বিবরণ। তাই বলা হয় যে যাঁর গৃহে তুলসীগাছে মঞ্জরী আসে, তাঁর সুখ এবং সৌভাগ্যের সীমা থাকে না। কেন?
advertisement
4/6
তুলসীমঞ্জরী ব্যবহার করে কীভাবে সৌভাগ্য এবং মা লক্ষ্মীর আসন অক্ষয় করে রাখা যায় সংসারে, সে কথা আমাদের জানিয়েছেন পণ্ডিত পাণ্ড্য। - তুলসীমঞ্জরী ভগবান বিষ্ণুকে নিবেদন করলে তাঁর কৃপায় আটকে থাকা টাকা উদ্ধার হয়, পাশাপাশি উপার্জনও বৃদ্ধি পায়।
advertisement
5/6
বাড়ির আলমারিতে একটি লাল কাপড়ে মুড়ে তুলসীমঞ্জরী রাখলে মা লক্ষ্মী সেই গৃহে চিরস্থায়ী আসন পাতেন, সেই পরিবারের কখনও অর্থাভাব হয় না।
advertisement
6/6
বাড়ির উত্তর দিকে একটি পাত্রে গঙ্গাজলের মধ্যে তুলসীমঞ্জরী রাখলে গৃহ পবিত্র হয়। সেই তুলসীমঞ্জরী স্পর্শ করা গঙ্গাজল বাড়িতে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয়, গৃহ ধনে-ধান্যে পরিপূর্ণ হয়।-বিশেষ করে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে তুলসীমঞ্জরী নিবেদন করলে গৃহস্থতে কখনও অর্থাভাবে কষ্ট পেতে হয় না। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi ke Upay: জীবন হবে সর্ব বাধা মুক্ত, মা লক্ষ্মীর প্রসন্নতায় সংসার উপচে উঠবে অর্থে, শুধু তুলসীমঞ্জরী ব্যবহার করতে হবে এই ভাবে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল