Tulsi for Wealth: আর্থিক অনটনে ভুগছেন? ৪-৫ টা তুলসী পাতাই আপনাকে কোটিপতি বানাতে পারে, জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Tulsi for Wealth: আর্থিক অনটনে ভুগছেন? জ্যোতিষশাস্ত্র মতে, রাতে বালিশের নিচে রাখা মাত্র ৪-৫টি তুলসী পাতা আপনার জীবনে ধনসম্পদ, সাফল্য ও সুখ-শান্তি নিয়ে আসতে পারে।
advertisement
1/6

আর্থিক অনটনে জীবন জেরবার? জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? বাজারে প্রচুর ধার-দেনা? চিন্তা করবেন না, জ্যোতিষশাস্ত্রে এর সহজ সমাধান রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, মাত্র কয়েকটা তুলসী পাতাই আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনাকে কোটিপতি বানিয়ে তুলতে পারে! তুলসী পাতার এই সহজ একটি টোটকা-ই আপনার জীবনে নিয়ে আসবে প্রাচুর্য।
advertisement
2/6
এই টোটকাটি খুবই সরল। রাতে শোয়ার আগে আপনার বালিশের নীচে পাঁচটি তুলসী পাতা রেখে দিন। পরের দিন সকালে, সেই পাঁচটি তুলসী পাতা থেকে যে কোনও একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটোয় ভরে নিন।
advertisement
3/6
এবার সেই কৌটোটি আপনার ঘরের এমন একটি জায়গায় রাখুন, যেখানে কোনও পা না লাগে এবং কেউ যেন সেটি দেখতেও না পায়।
advertisement
4/6
এক সপ্তাহ পর, কৌটোয় রাখা সেই তুলসী পাতাটি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এই সহজ টোটকাতেই লুকিয়ে আছে বড়লোক হওয়ার চাবিকাঠি।
advertisement
5/6
জ্যোতিষ মতে, তুলসী শুধু পবিত্র উদ্ভিদ নয়, এটি সৌভাগ্য ও অর্থ আগমনের অন্যতম শক্তিশালী প্রতীক। তাই এই সহজ টোটকা নিয়মিত মেনে চললেই জীবনে আসতে পারে আশ্চর্য পরিবর্তন।
advertisement
6/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পদ্ধতি অনুসরণ করলে আপনার জীবনে প্রচুর ধনদৌলত আসবে। আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। জীবনে সবদিক থেকেই সাফল্য মিলবে। সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন এবং সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। বিশ্বাস এবং নিয়ম মেনে এই টোটকাটি করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে জ্যোতিষবিদরা মনে করেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi for Wealth: আর্থিক অনটনে ভুগছেন? ৪-৫ টা তুলসী পাতাই আপনাকে কোটিপতি বানাতে পারে, জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র