Tulsi Astro Tips: মুঠো মুঠো টাকা আসবে হাতে! অর্থসুখে ভরবে সংসার, পুজোর সময় তুলসী গাছে দিন 'এই' জিনিস, অভাব-অনটন ছুঁতে পারবে না...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tulsi Astro Tips: জ্যোতিষীর মতে, তুলসী বাড়িতে রাখলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ অশুভ জিনিস কখনওই তুলসী গাছে নিবেদন করা উচিত নয়। এর কারণে অশুভ ফল পেতে পারেন।
advertisement
1/8

তুলসী মাতা ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় কারণ এটি মা লক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ সবুজ থাকে সেই বাড়ির লোকেরা সর্বদা সুখী থাকে এবং মা লক্ষ্মীও সেই বাড়িতে বাস করেন।
advertisement
2/8
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও অলৌকিক বলে মনে করা হয়। বেশিরভাগ মানুষই তাদের বাড়ির বারান্দায় এবং উঠোনে তুলসীর চারা লাগান। তারা সকাল-সন্ধ্যা জল নিবেদন করে পূজা করে। নিয়মিত যত্ন নিলে ভগবান বিষ্ণুও খুশি হন।
advertisement
3/8
তবে তুলসী রাখতে গেলে বেশ কিছু নিয়মও মেনেও চলতে হবে৷ যেমন তুলসীকে কোন কোন কোন জিনিস নিবেদন করা উচিত নয়, ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে-র কাছ থেকে জেনে নিন৷
advertisement
4/8
জ্যোতিষীর মতে , তুলসী বাড়িতে রাখলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ অশুভ জিনিস কখনওই তুলসী গাছে নিবেদন করা উচিত নয়। এর কারণে অশুভ ফল পেতে পারেন।
advertisement
5/8
নিয়ম মেনে তুলসীর পুজো করলেই ঘরে ইতিবাচক শক্তি, সুখ এবং সমৃদ্ধি আসবে৷ তুলসী গাছে বিশেষ কিছু জিনিস দিলেই অভাব-অনটন দূর হবে, এবং ছুঁতে পারবে না কোনও বিপদ৷
advertisement
6/8
বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ কখনওই লাগানো উচিত নয়৷ সবসময় উত্তর-পূর্বে রাখুন তুলসী গাছ৷
advertisement
7/8
রবিবার ও একাদশীর দিন ভুল করে তুলসী গাছে জল ঢালবেন না৷ তুলসী গাছে কাঁচা দুধ ঢাললে পরিবারে শান্তি বজায় থাকে৷ আর্থিক লাভ বাড়ে এবং সঙ্কট কাটে৷
advertisement
8/8
কাঁচা দুধ সরাসরি তুলসীতে ঢালবেন না৷ দুধের সঙ্গে জল মিশিয়ে বৃহস্পতিবার তুলসী গাছে ঢালুন৷ এতে আর্থিক সমস্যা দূর হবে৷ কখনও স্নান না করে বাসি কাপড়ে ছোঁবেন না তুলসী গাছ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Astro Tips: মুঠো মুঠো টাকা আসবে হাতে! অর্থসুখে ভরবে সংসার, পুজোর সময় তুলসী গাছে দিন 'এই' জিনিস, অভাব-অনটন ছুঁতে পারবে না...