TRENDING:

Trigrahi Yog on Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে মীন রাশিতে রাহু-বুধ ত্রিগ্রহী যোগ, কোন কোন রাশির বাম্পার ভাগ্যোদয়

Last Updated:
Trigrahi Yog on Maha Shivratri 2024: একাধিক রাশির জাতক-জাতিকার জন্য যে দিনটি এনে দেবে সাফল্য,  ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে মহাশিবরাত্রি পালিত হয়।
advertisement
1/11
মহাশিবরাত্রিতে মীন রাশিতে রাহু-বুধ ত্রিগ্রহী যোগ,কোন কোন রাশির বাম্পার ভাগ্যোদয়
মহাশিবরাত্রিতে মীন রাশিতে রাহু ও বুধ একটি ত্রিগ্রহ যোগ গঠন করছে। মঙ্গল এবং চন্দ্র, মকর রাশিতে যুক্ত এবং তাই চন্দ্রমঙ্গল যোগ রয়েছে। কুম্ভ রাশিতে শুক্র, শনি ও সূর্য রয়েছে৷
advertisement
2/11
এবারের মহাশিবরাত্রিতে যে যোগ তৈরি হচ্ছে তা প্রায় ৩০০ বছর পর তৈরি হয়েছে। অতএব বেশ  কিছু রাশির জাতক-জাতিকারা  ভগবান শিবের কৃপা পাবেন। শিবরাত্রির দিন ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সারা দিন শিব যোগ বজায় থাকবে এবং রাত ১০টা ৪১ মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে এই যোগ৷
advertisement
3/11
শিবরাত্রি ২০২৪: ৩০০ বছর পর শিবরাত্রির বিরল মিলন, একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবন সত্যিই চকমক করছে৷  হিন্দু ধর্মে শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মহাদেবের ভক্তরা এই দিনে ভগবান শিবের উপাসনা করলে এবং উপবাস পালন করলে জীবনের সব ক্ষেত্রে সাফল্য একেবারে পায়ের তলায় এসে ধরা দেবে৷
advertisement
4/11
 একাধিক রাশির জাতক-জাতিকার জন্য যে দিনটি এনে দেবে সাফল্য,  ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে মহাশিবরাত্রি পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে  শিবরাত্রির দিনে দ্বাপর যুগ শুরু হয়েছিল এবং প্রথম জ্যোতির্লিঙ্গও শিবরাত্রির দিনে গঠিত হয়েছিল।
advertisement
5/11
এবারের মহাশিবরাত্রি পালিত হবে ৮ মার্চ ২০২৪ শুক্রবার। এবার জ্যোতিষের মতে শিবরাথির উপর খুব বিরল সভা হতে চলেছে। এটা বিশ্বাস করা হয় যে শিবরাত্রির দিনে দ্বাপর যুগ শুরু হয়েছিল এবং প্রথম জ্যোতির্লিঙ্গও শিবরাত্রির দিনে গঠিত হয়েছিল।
advertisement
6/11
সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক-জাতিকারাও এই সময়টা ভাল কাটাবেন৷  অনেকেই এই সময়ে প্রচুর সুবিধা পাবেন। তাঁদের অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকবে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য এই সময়টা ভাল৷ কোনও লোন থাকলে সেটা থেকে মুক্তি পাবেন৷ পাশাপাশি এই সময়ে ব্যাঙ্ক ব্যালান্সে বড়সড় বৃদ্ধি হবে৷
advertisement
7/11
নতুন গাড়ি , বাড়ি বা সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হবে।শিব-পার্বতীর কৃপায় আপনি সমস্ত সম্পর্ককে ভালভাবে বেঁধে রাখতে পারবেন৷ পাশাপাশি বিয়ের সুসম্পর্ক ফিরে এসে দাম্পত্যে মধুরতা বজায় থাকবে৷  প্রেম জীবন ভাল যাবে।
advertisement
8/11
মেষ রাশি (Aries)- মেষ রাশির জাতক-জাতিকাদের সর্বদা মহাদেবের কৃপা বজায় থাকবে। এই রাশির জাতক-জাতিকারা আর্থিক সুবিধার জোয়ারে ভাসবে৷ তাঁদের সমস্ত ধরণের ইচ্ছা পূরণ হবে। কর্মজীবনে উন্নতি ও পদোন্নতি ঘটবে। আয়ও বাড়বে, পরিশ্রমের ফল  হাতেনাতে পাওয়া যাবে৷  যাঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে তাঁদের সেই ক্ষমতার প্রকৃত অর্থে বিকাশ ঘটবে৷ কর্মজীবনে যে ধরণের সমস্যাগুলি চলছে তা অবসান হবে৷
advertisement
9/11
ব্যবসায় নতুন সুযোগ তৈরি হবে৷  যার মাধ্যমে জাতক-জাতিকারা প্রচুর মুনাফা অর্জন করা পারবেন, আয়ের নতুন উৎস তৈরি হবে।  বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন৷ পাশাপাশি জাতক-জাতিকার  স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
10/11
মিথুন (Gemini): এই  জাতক-জাতিকারা ভগবান শিবের আশীর্বাদ পাবেন। যাঁরা ব্যবসায়ী তাঁদের জন্য এই সময়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে। এই সময়ের হাত ধরে ভবিষ্যতের  অনেক সুবিধা হবে।
advertisement
11/11
সম্পর্কের ক্ষেত্রে লাভবান হবেন জাতক-জাতিকারা। বহুদিন ধরে আটকে থাকা কাজগুলি এই সময়ে করলে সাফল্য আসবে৷ ভগবান শিবের আশীর্বাদে  এই  সময়ের নানা কাজ সম্পন্ন হবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Trigrahi Yog on Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে মীন রাশিতে রাহু-বুধ ত্রিগ্রহী যোগ, কোন কোন রাশির বাম্পার ভাগ্যোদয়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল