Vastu Tips: বাড়িতে থাকলে ভুলেও কাটবেন না এই ৫ গাছ, সংসার ধ্বংস হয়ে যেতে পারে! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Never Cut These 5 Trees From Your house premises bad luck Negativity inauspiciousness will come: বাস্তুশাস্ত্র বর্তমানে অনেকেই মেনে থাকেনব বা বিশ্বাস করেন। সঠিকভাবে মানতে পারলে যার ফলও পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন ৫টি গাছ রয়েছে যা বাড়িতে থাকলে কখনই কাটতে নেই। কাটলে সংসারে আর্থিক অভাব-অনটন-অশান্তি লেগেই থাকে। জেনে নিন বিস্তারিত।
advertisement
1/6

বাস্তুশাস্ত্র বর্তমানে অনেকেই মেনে থাকেনব বা বিশ্বাস করেন। সঠিকভাবে মানতে পারলে যার ফলও পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন ৫টি গাছ রয়েছে যা বাড়িতে থাকলে কখনই কাটতে নেই। কাটলে সংসারে আর্থিক অভাব-অনটন-অশান্তি লেগেই থাকে। জেনে নিন বিস্তারিত।
advertisement
2/6
নারকেল গাছ: নারকেল গাছকে মহাদেবের প্রতিকৃতি বলা হয় যেমন জবাকে দেবী কালিকা। পুজোতেও নারকেলের ভূমিকা থাকে। এই গাছ বাড়িতে থাকলে অর্থ, অন্ন ও বস্ত্রের কষ্ট জীবনে থাকে না। কিন্তু কেটে ফেললে হয় সংসার ভাঙবে,দারিদ্রতা আসবে কিংবা পরিবারের কাউকে হারাতেও হতে পারে।
advertisement
3/6
বেল গাছ: বেল গাছকেও শিবের প্রতিরূপ হিসেবে গণ্য করা হয়। বেল পাতা তো শিবের পুজোতে অপরিহার্য। বেলগাছকে সাধু-সন্ন্যাসীরা স্বয়ং শিব বলেন। বেলগাছ কাটলে বাড়িতে নানা দুর্যোগ ও বিপর্যয় অনিবার্য বলে মনে করা হয়।
advertisement
4/6
নিম গাছ: নিমগাছকে নারায়ণের প্রতিকৃতি মূর্তি বলে মেনে থাকেন অনেকে। নিম গাছ কেটে ফেললেন অনেক কুপ্রভাব দেখা দেয়। শাস্ত্র মতে, গৃহস্থের কোনও সন্তান থাকলে তাঁর উপর বেশি কুপ্রভাব পড়ে। এছাড়াও সংসারে নানা অশান্তি লেগেই থাকে।
advertisement
5/6
বট ও অশ্বত্থ গাছ- বর্তমানে শহরের দিকে বাড়িত বট বা অশ্বত্থ গাছ একেবারেই দেখা যায় না। তবে গ্রামের দিকে এখনও এই গাছ যাদের বড় জমি রয়েছে তাদের বাড়িতে দেখা যায়। কিন্তু এই গাছ কেটে ফেলা অমঙ্গলের প্রতীক হিসাবে মনে করা হয়। সংসারে অশান্তি নেমে আসতে পারে,সেই সঙ্গে অনেক বিপদও দেখা দিতে পারে।
advertisement
6/6
তবে অনেক সময় নানা কারণে বাড়িতে এই সকল গাছ কাটতে হয়। তখন এর কু-প্রভাব থেকে বাঁচতে শাস্ত্রমতে অনেক নিয়ম কানুন মেনে পুজো ইত্যাদি করে তবেই কাটতে হবে। অন্য কোথাও সেই গাছে চারা বসাতে হয়। এতে অমঙ্গলের দোষ কাটার সম্ভাবনা থাকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়িতে থাকলে ভুলেও কাটবেন না এই ৫ গাছ, সংসার ধ্বংস হয়ে যেতে পারে! জানুন বিস্তারিত