TRENDING:

Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ সোমবারে কীভাবে করবেন শিবের উপবাস ও পুজো, সঠিক নিয়মেই মিলবে মহাদেবের আশীর্বাদ, সংসারে আসবে সুখ-সমৃদ্ধি

Last Updated:
Lord Shiva Sawan Somwar 2023: হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। জ্যোতিশাস্ত্রেও এই মাস খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে শিবের পুজো ও উপবাস করলেই মিলবে মহাদেবের আশীর্বাদ।
advertisement
1/10
শ্রাবণ সোমবারে কীভাবে করবেন শিবের উপবাস-পুজো,সঠিক নিয়মেই মিলবে মহাদেবের আশীর্বাদ
শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। সারা বছর যারা প্রতি সোমবার মহাদেবের পুজো ও উপবাস করে থাকেন তাদের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/10
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলছে শিবের প্রিয় মাস।
advertisement
3/10
তবে শ্রাবণ মাসে যারা পুজো ও উপবাস করে থাকেন তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিৎ। সেগুলি মেনে চললেই মনে করা হয় ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
4/10
শিবের প্রিয় মাসে মাসে উপবাস পালন করলে আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মহাদেবের কৃপা ও আশীর্বাদে ভক্তরা সুখ-শান্তি-সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় নিমেষে।
advertisement
5/10
উপবাস পালন করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দেওয়াই ভাল। মন্দিরে গিয়ে মহাদেবকে নিজের ইচ্ছের কথা জানান। করতে হবে শিবের উপাসনা।
advertisement
6/10
এছাড়া পুজো দিতে গিয়ে শিব-পার্বতীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা দরকার। এছাড়া নৈবেদ্য হিসেবে মিষ্টি ও ফল দিতে পারেন। তবে ভগবান শিবকে হলুদ, নারকেল, তুলসী পাতা দেবেন না।
advertisement
7/10
শিব পুজোই বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এছাড়া শমী, তিসি, জুই, ধুতুরা ও কাঠকরবী ফুল দিয়ে পুজো করুন। তাতে মহাদেব সন্তুষ্ট হবেন ও কৃপা করবেন।
advertisement
8/10
উপবাস করলে মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ও অন্যান্য আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। ছোবেন না মদ বা অ্যালকোহল জাতীয় পানীয়। সাত্ত্বিক খাবার ও ফলমূল খেয়ে উপোস ভঙ্গ করা যেতে পারে।
advertisement
9/10
উপবাস করলে, পুজো করলে আত্মার শুদ্ধিকরণ হয় ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া পজেটিভ এনার্জিও বৃদ্ধি পায়। জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে শিবের উপবাস ও পুজো।
advertisement
10/10
শ্রাবণ মাসে শিবের পুজো ও উপবাস করলে জীবনের বাধা-বিপত্তি দূর করতে ও সৌভাগ্য আনতে সাহায্য করে, গ্রহগুলিকে শান্ত রাখা যায়। পরিবারে সুখ-শান্তি-সমৃদ্ধি-সম্প্রীতি নিয়ে আসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ সোমবারে কীভাবে করবেন শিবের উপবাস ও পুজো, সঠিক নিয়মেই মিলবে মহাদেবের আশীর্বাদ, সংসারে আসবে সুখ-সমৃদ্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল