TRENDING:

Touch Wood Meaning: কুনজর এড়াতে Touch Wood বলেন? কাঠ ছুঁয়ে এই শব্দ বলার অর্থ জানুন

Last Updated:
Touch Wood Meaning: ইংরেজি এই শব্দটি ব্যবহার করে কথা বলেন অনেকেই। সামনে কোনও কাঠ না পেলে, অনেকে নিজের মাথায় ঠুকেই বলে ফেলেন Touch Wood।
advertisement
1/7
কুনজর এড়াতে Touch Wood বলেন? কাঠ ছুঁয়ে এই শব্দ বলার অর্থ জানুন
ভাল কিছু বলতে গিয়ে টাচ উড / Touch Wood। আবার কুনজর সরাতে কথায় কথায় কাঠ বা মাথা ঠুকে Touch Wood। বিশেষ করে নবীন প্রজন্মের মুখে মুখে এই শব্দ ঘুরে বেড়ায়। কেন বলা হয় এই কথাটি? আপনি বলেন?
advertisement
2/7
ইংরেজি এই শব্দটি ব্যবহার করে কথা বলেন অনেকেই। সামনে কোনও কাঠ না পেলে, অনেকে নিজের মাথায় ঠুকেই বলে ফেলেন Touch Wood। এই শব্দের মানে কী? সত্যিই কি দুর্ভাগ্য এড়ানো যায় Touch Wood বললে? জানুন
advertisement
3/7
ঠিক কেন এবং কবে থেকে 'টাচ উড' বলার রীতি প্রচলিত হয়েছে, তা নির্দিষ্ট করে জানা যায় না। তবে এই বিষয়ে কয়েকটি কাহিনি প্রচলিত আছে। আসলে আনন্দের কোনও কথা বলে আমরা অনেকের নজর লেগে যাবে বলে ভয় পাই। আমাদের সুখে কেউ ঈর্ষাকাতর হয়ে কুদৃষ্টি দিতে পারে বলে আশঙ্কা হয়। কাঠ স্পর্শ করে নিলে এই নজর লাগার দোষ কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
4/7
কাঠ ছুঁয়ে নিলেই কেউ খারাপ নজর দিলে তা আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। অনেক সময় হাতের কাছে কাঠ না পেলে অনেকে নিজে মাথায় হাত দিয়ে মুখে এই কথাটি বলে নেন। সোশ্যাল মিডিয়ায় পাওয়া বিভিন্ন লেখা থেকে জানা যায়, যিশু খ্রিস্টের জন্মের আগে থেকে 'টাচ উড' বলার রীতি প্রচলিত।
advertisement
5/7
গাছে পরী এবং ভাল আত্মারা অবস্থান করেন বলে সেই সময় পাশ্চাত্য সংস্কৃতিতে বিশ্বাস করা হত। বিশ্বের অনেক দেশেই গাছ পুজো করার রীতি প্রচলিত আছে। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখে তাই গাছকে পবিত্র বলে মনে করা হয়। খ্রিস্টানরা আবার মনে করেন যে, গাছ বা কাঠ স্পর্শ করে কাঠ দিয়ে তৈরি যিশু খ্রিস্টের ক্রস স্পর্শ করলে সৌভাগ্য আসে জীবনে।
advertisement
6/7
আনন্দের কথা প্রকাশ করে এই ভাল আত্মাদের স্মরণ করে নিলে তাঁরা আমাদের সুখের পথে কোনও বাধা এলে তা দূর করে দেবেন বলে মনে করা হত। সেই কারণে দু-বার গাছের গুঁড়ি ছুঁয়ে 'টাচ উড' বলে নেওয়ার প্রথা শুরু হয়। প্রথমবার গাছের কাছে কিছু প্রার্থনা করার জন্য এবং দ্বিতীয়বার গাছ এবং গাছে বসবাসকারী ভাল আত্মাদের ধন্যবাদ দেওয়ার জন্য। পরবর্তীকালে কাঠের যে কোনও জিনিস ছুঁয়েই 'টাচ উড' বলা প্রচলিত হয়।
advertisement
7/7
আধুনিক প্রজন্ম 'টাচ উড' কথাটিকে দুর্ভাগ্য এড়ানোর টোটকা হিসেবে প্রায় প্রবাদ হিসেবে ব্যবহার করে। আগে ইংল্যান্ডে Touch Wood-এর বদলে Knock On The Wood কথাটি বেশি প্রচলিত ছিল। পরবর্তীকালে অবশ্য দুর্ভাগ্য দূর করতে 'টাচ উড' কথাটিই বেশি প্রচলিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Touch Wood Meaning: কুনজর এড়াতে Touch Wood বলেন? কাঠ ছুঁয়ে এই শব্দ বলার অর্থ জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল