TRENDING:

কোন কাজ করলে রেগে যান শনিদেব? সূর্যপুত্রের অভিশাপে ছারখার হয় জীবন! রাজা থেকে সোজা পথে বসিয়ে ছাড়েন!

Last Updated:
কিছু কাজ রয়েছে সেগুলি যাঁরা করেন, তাঁরা জীবনের কোনও না কোনও ক্ষেত্রে গিয়ে শনিদেবের রোষের মুখে পড়েন। এঁদের শনিদেব কখনওই পছন্দ করেন না।
advertisement
1/9
কোন কাজ করলে রেগে যান শনিদেব? অভিশাপে ছারখার হয় জীবন! রাজা থেকে সোজা পথে বসিয় ছাড়েন!
শনিদেব কর্মফলদাতা গ্রহ। তাঁর নাম শুনে শঙ্কিত হলেও, তিনি যে সকলের কেবল ক্ষতিই করেন এই ভাবনা ঠিক নয়। শনিদেব যে ব্যক্তির উপর কৃপা বর্ষাণ, তাঁর মতো সুখী খুব কম মানুষই হন। সমস্ত কাজে সফল হন সেই ব্যক্তি। জীবনে কোনও দুঃখ থাকে না। তবে তাঁর কৃপা লাভ করার জন্য তেমন কাজও করতে হবে।
advertisement
2/9
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার বলেন, শনিদেব এক বার যদি কারও উপর রুষ্ট হন, তা হলে সেই মানুষের জীবনে দুঃখের অন্ত থাকে না। যেমন কাজ করা হবে, শনিদেব তেমনই ফল প্রদান করবেন। শনির অশুভ প্রভাবে যেমন শারীরিক ও মানসিক সমস্যার মধ্যে পড়েন জাতক, তেমনই আর্থিক সঙ্কটে ভুগতে হয় তাঁকে। কিছু কাজ রয়েছে সেগুলি যাঁরা করেন, তাঁরা জীবনের কোনও না কোনও ক্ষেত্রে গিয়ে শনিদেবের রোষের মুখে পড়েন। এঁদের শনিদেব কখনওই পছন্দ করেন না।
advertisement
3/9
অসহায় পশুপাখিকে কষ্ট দিলে শনিদেব রেগে যান। এই কাজ তিনি মোটেই পছন্দ করেন না। যাঁরা এ সকল কাজ করেন, শনিদেব তাঁদেরও সহ্য করতে পারেন না। বিশেষ করে কালো কুকুরকে কষ্ট দিলে শনিদেব খুবই রেগে যান। কারণ কালো কুকুর তাঁর অত্যন্ত প্রিয়।
advertisement
4/9
নোংরা জায়গাও শনিদেবের পছন্দ নয়। তাই যাঁরা নিজের ঘরবাড়ি নোংরা রেখে দেন, তাঁরা কখনও শনিদেবের কৃপা লাভ করেন না। শনির রোষে এঁরা যে কোনও কাজে ব্যর্থ হন। অর্থকষ্টও পিছু ছাড়তে চায় না।
advertisement
5/9
অন্যের জিনিস চুরি করলে বা কারও সঙ্গে প্রতারণা করলেও শনির রোষের মুখে পড়তে হয়। এর ফল মারাত্মক হতে পারে।
advertisement
6/9
বাড়ির বয়স্কদের সঙ্গে খারাপ ব্যবহার করলে বা মা-বাবাকে অপমান করলেও শনিদেব রেগে যান। জীবন থেকে সব সুখ ছিনিয়ে নেন তিনি। রাজার আসন থেকে সোজা পথে নামিয়ে আনেন।
advertisement
7/9
অশ্বত্থ গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। সেই গাছকে কোনও কারণ ছাড়া ব্যথা দিলে বা কেটে দিলে রেগে যান শনিদেব। যে ব্যক্তি এই কাজ করেন, তাঁকে চরম সর্বনাশের মুখে পড়তে হয়।
advertisement
8/9
অমাবস্যা তিথি ও শনিবারে নেশা করা বা মাংস খাওয়াও পছন্দ করেন না শনিদেব। এই কাজ করলেও জীবনে কষ্টের অন্ত থাকে না।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
কোন কাজ করলে রেগে যান শনিদেব? সূর্যপুত্রের অভিশাপে ছারখার হয় জীবন! রাজা থেকে সোজা পথে বসিয়ে ছাড়েন!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল