TRENDING:

Pigeons Vastu Tips: সংসার তছনছ ...! ঘোর অমঙ্গল, পায়রা 'এই' খানে বাসা বাঁধলেই চরম সর্বনাশ! পিছু ছাড়বে না রোগ-ভোগ, সাবধান না হলেই মারাত্মক ক্ষতি

Last Updated:
Pigeons Vastu Tips: পায়রাকে সুখ ও শান্তির প্রতীক বলে মনে করা হয়৷ বাস্তুশাস্ত্র মতে, পায়রা বাড়িতে বাসা বাঁধা শুভ না অশুভ তা সবার আগে জেনে নেওয়া দরকার৷
advertisement
1/7
সংসার তছনছ ...! ঘোর অমঙ্গল, পায়রা 'এই' খানে বাসা বাঁধলেই চরম সর্বনাশ!
পায়রাকে সুখ ও শান্তির প্রতীক বলে মনে করা হয়৷ তবে আপনার বাড়িতে পায়রা বাসা তৈরি করলে তা ভবিষ্যতের জন্য অন্য কিছু ইঙ্গিত দেয়৷ বাস্তুশাস্ত্র মতে, পায়রা বাড়িতে বাসা বাঁধা শুভ না অশুভ তা সবার আগে জেনে নেওয়া দরকার৷
advertisement
2/7
অনেকেই আছেন যারা পায়রাকে খাওয়ান। শুধু তাই নয়,পায়রা অনেকের বারান্দায় বাসা তৈরি করে এবং পরে তাদের জনসংখ্যা বাড়াতে শুরু করে। যার ফলে বারান্দাটি সম্পূর্ণ নোংরা হয়ে যায় এবং এটি পরিষ্কার রাখা কঠিন হয়ে যায়। পায়রার কারণে অন্যান্য ধরনের পাখিও বারান্দায় আসা বন্ধ হয়ে যায় এবং মেঝে, গাছ-গাছালিও সব নষ্ট হয়ে যায়।
advertisement
3/7
পায়রার মল থেকে অনেক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এসব কারণে ঘরে মাছি ও মশা আসতে থাকে এবং বাড়ির লোকজন বারবার অসুস্থ হতে থাকে। এমন পরিস্থিতিতে, আপনি যদি পায়রাকে আপনার বারান্দা থেকে দূরে রাখতে চান তবে তাদের ক্ষতি না করে, তবে এই কৌশলগুলি আপনার পক্ষে কার্যকর হতে পারে।
advertisement
4/7
বারান্দা পরিষ্কার করুন: আপনি যদি পায়রা থেকে দূরে থাকতে চান তবে প্রথমে সেই জায়গাটি পরিষ্কার করুন। মনে রাখবেন রান্নাঘর বা খাবারের জিনিস বারান্দায় রাখলে তা কবুতরকে আমন্ত্রণ জানাবে। তাই এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
advertisement
5/7
সুতো বাঁধুন: পায়রার আসা বন্ধ করতে বারান্দার গ্রিলে প্রচুর সুতো বেঁধে রাখুন যাতে তারা ভিতরে এসে বসতে না পারে। যেসব জায়গায় তারা বসার জায়গা তৈরি করেছে, সেই জায়গাগুলি আটকে দিন৷
advertisement
6/7
উচ্চ শব্দ ব্যবহার করুন: পায়রা তাড়ানোর জন্য উচ্চ শব্দ ব্যবহার করুন। মিউজিক সিস্টেম, বাদ্যযন্ত্র, আতশবাজির মতো কিছু উচ্চ শব্দে তারা ভয় পায়। যখনই তারা বারান্দার কাছে আসে তখন গান-বাজনা চালালে ধীরে ধীরে তাদের আসা বন্ধ হয়ে যাবে। তবে তাদের ক্ষতি করে কিছু না করাই ভাল৷
advertisement
7/7
নেট লাগান: পায়রা যাতে আসতে না পারে সেক্ষেত্রে বারান্দায় জাল লাগাতে পারেন। নেট বসিয়ে দিলে পায়রা একেবারেই ভেতরে আসতে পারে না। এই ব্যবস্থাগুলির সাহায্যে, আপনি সহজেই পায়রার আসা আটকাতে পারবেন৷ এবং আপনার ব্যালকনিকেও সংক্রমণ থেকে দূরে রাখতে সক্ষম হবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Pigeons Vastu Tips: সংসার তছনছ ...! ঘোর অমঙ্গল, পায়রা 'এই' খানে বাসা বাঁধলেই চরম সর্বনাশ! পিছু ছাড়বে না রোগ-ভোগ, সাবধান না হলেই মারাত্মক ক্ষতি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল