TRENDING:

Holi 2024: দোল পূর্ণিমায় বিরল কাকতালীয় যোগে উপচে পড়বে ধন-সম্পদ! হোলির আগে'এই' নিয়ম মানলেই হবে টাকার বৃষ্টি

Last Updated:
Holi 2024: জ্যোতিষী পণ্ডিত সন্তোষ কুমার পান্ডে জানান দোলের আগের দিন হোলিকার পুজো করলে সংসারে উপচে পড়বে সুখ-সম্পদ ও সমৃদ্ধি৷ চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷
advertisement
1/6
দোল পূর্ণিমায় বিরল কাকতালীয় যোগে উপচে পড়বে ধন-সম্পদ!নিয়ম মানলে টাকার বৃষ্টি
দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে৷ বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ এটি হোলিকা দহন নামেও পরিচিত৷
advertisement
2/6
চলতি বছর ২৫ তারিখ পড়েছে দোল উৎসব৷ ঠিক তার আগের দিন ২৪ তারিখ পালন করা হবে হোলিকা দহন৷ চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷
advertisement
3/6
জ্যোতিষী পণ্ডিত সন্তোষ কুমার পান্ডে জানান দোলের আগের দিন হোলিকার পুজো করলে সংসারে উপচে পড়বে সুখ-সম্পদ ও সমৃদ্ধি৷ হোলিকা পূজার শুভ সময় সন্ধ্যা ০৬:৩৫ থেকে ০৯:৩১ পর্যন্ত হবে।
advertisement
4/6
জ্যোতিষীর মতে,দোলের আগের দিন নিয়ম মেনে হোলিকার পুজো করলে সম্পদ যেমন লাভ হয়, তেমনই পরিবারে সুখ-শান্তি আসে। প্রদোষ সময়ে পুজো করা হয়। এ সময় থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে করা কাজ যদি কোনও বিশেষ উৎসবের সময়ে পড়ে, তাহলে এই নক্ষত্রটি ধন-সম্পদ বৃদ্ধিকারী বলে মনে করা হয়।
advertisement
5/6
চলতি বছর দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ তবে এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ।
advertisement
6/6
চলতি বছর দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ তবে এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2024: দোল পূর্ণিমায় বিরল কাকতালীয় যোগে উপচে পড়বে ধন-সম্পদ! হোলির আগে'এই' নিয়ম মানলেই হবে টাকার বৃষ্টি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল