Face Shape Impacts In Life: যেকোনও সময়েই বড় ক্ষতির বিরাট সম্ভাবনা! মুখই চেনাবে সারাদিন সঙ্গে যিনি আছেন তিনি বন্ধু না শত্রু!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Face Shape Impacts In Life: মুখে দেখে চিনে নিন কেমন হবে বন্ধু, মুখ দেখেই চিনতে পারবেন আপনার সঙ্গে যে ঘুরছে সে কি বন্ধু না বন্ধুরূপী শত্রু
advertisement
1/9

জ্যোতিষ শাস্ত্রমতে ঠিকুজি বা কুষ্ঠি দেখে বহু মানুষের ভবিষ্যত কেমন হবে কেমন থাকবেন তাঁরা এইগুলির সঙ্গে বিয়ে, সম্পর্ক, টাকা পয়সা, জমিজমা, ভালমন্দ ইত্যাদি বোঝা যায় অনেক সময়ে এর প্রেডিকশনও করা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
কিন্তু মুখ দেখে মানুষ চেনা যায় বিশেষত মুখ দেখেই কি বন্ধুবান্ধব চেনা সম্ভব ৷ হ্যাঁ এও সম্ভব ৷ তবে ধারণা করা যেতেই পারে কেমন হবে বন্ধু সেই বিষয়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
বহু মানুষের মুখের আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে ৷ যেমন কারও মুখ লম্বা, কারো গোল, কারও মুখ সরু, তো কারও মুখ চওড়া, কারও নলাকৃতি কারও বা মুখ ডিম্বাকৃতি ৷ কোন মুখের কী কী বৈশিষ্ট্য তা অতি সহজেই বোঝা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
যেমস্ত জাতক-জাতিকার মুখ চওড়া তাঁদের ভাল মনের মানুষ হন ৷ মনে যুক্তির থেকে আবেগই বেশি থাকে এঁদের জীবনে ৷ ছোটখাট বিষয়েই ভেঙে পড়েন এই সমস্ত জাতক-জাতিকারা ৷ এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভাবতে ভালবাসেন তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
যাঁদের মুখ ডিম্বাকৃতি তাঁদের শরীরের যৌন তাগিদ একটু বেশিই থাকে ৷ নানান জায়গায় ঘোরাফেরা করে বন্ধু বা মনের মানুষ বেছে নিতে পারেন ৷ একটি নিটোল সম্পর্ক গড়ে তুলতে বিশেষ ভাবে পারদর্শী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
গোল বা গোলের মতন যাঁদের মুখ তাঁরা একটু বৈচিত্রপূর্ণ জীবনের অধিকারী হয়ে থাকেন ৷ প্রেম বা ভালবাসার ভিখারী হন এই জাতক-জাতিকারা ৷ মজার মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
যাঁদের সরু মুখ হয় তাঁরা খানিকটা অতৃপ্ত গোছের, সহনশীলতা কম থাকে, খুঁতখুঁতে গোছেন হন তাঁরা ৷ তাই অল্পতেই মেজাজ হারান সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
সমুদ্র শাস্ত্রমতে এই ধরনের মুখের আদল সম্পন্ন মানুষদের মধ্যে থেকেই চিনে নিন আসল মানুষটিকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার সমর্থন করেনা বা প্রচার করেনা ৷ নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠিক করুন, তারপরেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Face Shape Impacts In Life: যেকোনও সময়েই বড় ক্ষতির বিরাট সম্ভাবনা! মুখই চেনাবে সারাদিন সঙ্গে যিনি আছেন তিনি বন্ধু না শত্রু!