Shukra Gochar 2023: আগামী ৭ জুলাই পর্যন্ত এই সব রাশির ভাগ্য থাকবে সহায়! শুক্র গোচরের ফলে জীবনে হবে সৌভাগ্যের বর্ষণ
- Written by:Trending Desk
- news18 bangla
Last Updated:
Venus Transit in Cancer 2023: শুক্র গ্রহকে যেহেতু সম্পদ, বিলাসিতা, বিত্ত, বৈভব, প্রেম, সৌন্দর্যের কারক হিসেবে গণ্য করা হয়, তাই শুক্রের গোচর রাশিচক্রের ১২টি রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
1/5

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গত ৩০ মে, ২০২৩ তারিখে শুক্র গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। শুক্র গ্রহকে যেহেতু সম্পদ, বিলাসিতা, বিত্ত, বৈভব, প্রেম, সৌন্দর্যের কারক হিসেবে গণ্য করা হয়, তাই শুক্রের গোচর রাশিচক্রের ১২টি রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শুক্রের এই রাশি পরিবর্তন সমস্ত রাশির উপর বড়সড় প্রভাব ফেলতে পারে।
advertisement
2/5
আগামী ৭ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবেন শুক্র। আর এই সময়টায় কয়েকটি রাশির জাতক-জাতিকার উপর সৌভাগ্যের বর্ষণ হবে। জেনে নেওয়া যাক শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা ভাল ফল পেতে চলেছেন।
advertisement
3/5
মেষ রাশি: শুক্রের গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকারা নানা ধরনের সুবিধা লাভ করতে পারবেন। এই সময় হাতে আচমকা টাকা আসতে পারে। শুক্র গোচরের সময়ে আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়ীরা উন্নতির মুখ দেখবেন। এমনকী প্রবল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। চাকরিজীবীরা কাজের জায়গায় সহকর্মীদের সহযোগিতা পাবেন। তাঁদের কাজের প্রশংসা হবে এবং তাঁরা স্বীকৃতিও পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কেরও উন্নতি হবে।
advertisement
4/5
মিথুন রাশি: শুক্রের গোচরের ফলে লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক-জাতিকারা। আর এই রাশির অধিপতি হলেন বুধ। আবার শুক্র গ্রহের সঙ্গে বুধ গ্রহের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাই এই গোচরের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য থাকবে সহায়। এমনকী এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সম্পদ এবং সমৃদ্ধি দুইই বৃদ্ধি পাবে। জীবনে ভালবাসার সঞ্চার ঘটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধনও মজবুত হবে। আর এই সময়টায় মিথুন রাশির জাতক-জাতিকাদের ধর্মীয় কাজেও আগ্রহ বৃদ্ধি পাবে।
advertisement
5/5
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও শুভ সময় এনেছে শুক্রের এই রাশি পরিবর্তন। ফলে তাঁরা চাকরি এবং ব্যবসায় ব্যাপক লাভের মুখ দেখবেন। আচমকা হাতে টাকা আসতে পারে। এর ফলে সম্পদও বৃদ্ধি পাবে। আর বিনিয়োগের জন্যও সময়টা অত্যন্ত ভাল। শুক্র গোচরের ফলে সমাজে মীন রাশির জাতক-জাতিকার মান-সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এমনকী এই সময় প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনেও সুখের সঞ্চার ঘটবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2023: আগামী ৭ জুলাই পর্যন্ত এই সব রাশির ভাগ্য থাকবে সহায়! শুক্র গোচরের ফলে জীবনে হবে সৌভাগ্যের বর্ষণ