July Grah Gochar 2023: মঙ্গল, বুধ, শুক্র, সূর্যের গোচর; দেখে নিন জুলাই মাস কী নিয়ে আসছে আপনার ভাগ্যে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
একাধিক গোচর এবং বক্রী অবস্থান ১২টি রাশির ভাগ্যাকাশে কেমন প্রভাব ফেলতে পারে, জানাচ্ছেন জ্যোতিষী হর্ষিত শর্মা, দেখে নেওয়া যাক এক ঝলকে।
advertisement
1/14

জ্যোতিষে আসন্ন জুলাই মাসটি অতীব তাৎপর্যপূর্ণ। চার গুরুত্বপূর্ণ গ্রহের গোচর সম্পন্ন হবেই মাসেই। যেমন ১ জুলাই ২০২৩ তারিখে রাত ১টা ৫২ মিনিটে সিংহ রাশিতে গোচর করবেন মঙ্গল। ৭ জুলাই, ২০২৩ তারিখে রাত ৩টে ৫৯ মিনিটে সিংহ রাশিতেই গমন করবেন শুক্র, ২৩ জুলাই ২০২৩ তারিখে সকাল ৬টা ০১ মিনিটে কর্কটে তিনি বক্রী হবেন।
advertisement
2/14
৮ জুন, ২০২৩ তারিখে রাত ১২টা ০৫ মিনিটে কর্কট রাশিতে গোচর করবেন বুধ, আবার ১৪ জুলাই, ২০২৩ তারিখে কর্কটে তাঁর উদয় হবে। ১৬ জুলাই, ২০২৩ তারিখে রাত ৪টে ৫৯ মিনিটে কর্কটে গোচর করবেন সূর্য। ২৫ জুলাই, ২০২৩ তারিখে আবার ভোর ৪টে ২৬ মিনিটে সিংহ রাশিতে গোচর করবেন বুধ। এই একাধিক গোচর এবং বক্রী অবস্থান ১২টি রাশির ভাগ্যাকাশে কেমন প্রভাব ফেলতে পারে, জানাচ্ছেন জ্যোতিষী হর্ষিত শর্মা, দেখে নেওয়া যাক এক ঝলকে।
advertisement
3/14
মেষ- নানা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং সম্পর্কে জীবনে উন্নতি আসবে।
advertisement
4/14
বৃষ- গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত না রাখলে লোকসানের মুখে পড়তে হবে।
advertisement
5/14
মিথুন- হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে খরচ বাড়বে এই মাসে।
advertisement
6/14
কর্কট- উপার্জনবৃদ্ধির যোগ রয়েছে, পরিবারে আনন্দ বিরাজ করবে।
advertisement
7/14
সিংহ- অতীত কোনও বিনিয়োগ থেকে লাভ হবে, তবে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে।
advertisement
8/14
কন্যা- স্বভাব সংযত না করলে এই মাসে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে।
advertisement
9/14
তুলা- পদোন্নতির সম্ভাবনা রয়েছে, আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে।
advertisement
10/14
বৃশ্চিক- আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে, দাম্পত্যে মাধুর্য বৃদ্ধি পাবে।
advertisement
11/14
ধনু- মাঝে মাঝে অধৈর্য বোধ করলেও সামগ্রিক ভাবে মাসটি ভালই কাটবে।
advertisement
12/14
মকর- কর্মক্ষেত্রে গোলযোগ, সঙ্গী/সঙ্গিনীর প্রতারণার মধ্যে দিয়ে মাস কাটবে।
advertisement
13/14
কুম্ভ- আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার জন্য অঢেল অর্থব্যয়ের সম্ভাবনা আছে।
advertisement
14/14
মীন- অর্থসংক্রান্ত সুখবর মিলবে, উপার্জনবৃদ্ধি এবং পদোন্নতির যোগ রয়েছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
July Grah Gochar 2023: মঙ্গল, বুধ, শুক্র, সূর্যের গোচর; দেখে নিন জুলাই মাস কী নিয়ে আসছে আপনার ভাগ্যে