Talkative Zodiac Signs: ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারে মেষ, মিথুন ও সিংহ রাশি, মিলিয়ে নিন আপনার সঙ্গীর সঙ্গে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Talkative Zodiac Signs: জ্যোতিষবিদ্যার মতে কোন কোন রাশির মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে কথা বলতে পারেন? মেষের স্পষ্টভাষিতা, মিথুনের কৌতূহলী মন আর সিংহের প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য জানুন বিস্তারিত
advertisement
1/5

বর্তমানে এই দুনিয়ায় এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা দরকার ছাড়া কোনও অতিরিক্ত কথাই বলতে পছন্দ করেন না। সেই সঙ্গে আশে পাশের মানুষজন যদি বেশি কথা বলেন, তা হলে তাঁরা বিরক্তও হন।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, বেশ কিছু রাশির জাতক-জাতিকা এমন রয়েছেন, যাঁরা কোনওরকম বিরক্তি, ক্লান্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ধরে একনাগাড়ে কথা বলে যেতে পারেন। জেনে নিন কোন রাশির ব্যক্তিদের সবচেয়ে প্রিয় কাজ কথা বলা।
advertisement
3/5
মেষঃ মেষ রাশির জাতক জাতিকারা সবসময় মনের কথা প্রকাশ্যে বলতে পছন্দ করেন। কোনওরকম কথা এরা পেটের মধ্যে চেপে রাখতে পারেন না। শুধু তাই নয়, একটা কথা বলার আগে দ্বিতীয়বার ভাবেন না এই রাশির ব্যক্তিরা। এর ফলে এমনটাও হয়, যে কথা যে জায়গায় বলার প্রয়োজন নেই, সেই কথা বলে ফেলেন ভুল জায়গায়।
advertisement
4/5
মিথুন রাশিঃ এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি বিষয়ে ভীষণ আগ্রহ। জ্ঞান আহরণের জন্য ঘণ্টার পর ঘণ্টা এরা কথা বলে যেতে পারেন। এই রাশির মানুষরা সবসময় প্রশ্ন করেই চলেন। সামনের মানুষটা বিরক্ত হয়ে গেলেও এরা কথা বলা থামান না।
advertisement
5/5
সিংহ রাশিঃ সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাল কথা বলতে পারেন। এত্ত ভাল কথা বলার জন্য অনেক মানুষ তাদের উপর মুগ্ধ হয়ে পড়েন। এই রাশির মানুষরা নিজের জীবনে যা ঘটছে সকলতে জানাতে আগ্রহী। পাশাপাশি অপরের জীবনে কী ঘটছে, সেটাও জানতে আগ্রহী। পরামর্শদাতা হিসেবে কাজ করতে পছন্দ করেন এই রাশির মানুষরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Talkative Zodiac Signs: ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারে মেষ, মিথুন ও সিংহ রাশি, মিলিয়ে নিন আপনার সঙ্গীর সঙ্গে