Swastik Symbol: ঘরের এই দেওয়ালে আঁকুন স্বস্তিক চিহ্ন! সব বাধা কেটে যাবে! ধন-সম্পদ উপচে পড়বে!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Swastik Symbol: আয় উন্নতি কেউ আটকাতে পারবে না! সংসারে অভাব থাকবে না! চাকরি, বিয়ে সব হবে! ব্যবসাতেও উন্নতি! শুধু জানতে হবে এই নিয়ম!
advertisement
1/5

আমাদের যেকোনও শুভ কাজ স্বস্তিক চিহ্ন ছাড়া হয় না! সিঁদুর দিয়ে আঁকা হয় এই স্বস্তিক! বিয়ে থেকে পুজো সব জায়গায় এই স্বস্তিক চিহ্ন থাকবেই! তবে জানেন কী স্বস্তিক বাড়ির ঠিক কোন জায়গায় আঁকলে বদলে যাবে ভাগ্য? photo source collected
advertisement
2/5
বহুদিন ধরে অভাব অনটনে ভুগছেন? চাকরি বা ব্যবসা সব কিছুতেই বিফল! সংসারে যেন অশান্তি লেগেই আছে? তবে চিন্তার কিছু নেই এই চিহ্ন আপনার জীবন বদলে দেবে মাত্র কয়েকদিনেই! photo source collected
advertisement
3/5
বাস্তু মতে বলা হয়েছে স্বস্তিক হাতে আঁকতে পারেন! অথবা বাড়ির এই বিশেষ দিকে আপনি অষ্টধাতু দিয়ে তৈরি স্বস্তিক প্রতীকও রাখতে পারেন। সমান কাজ দেবে! photo source collected
advertisement
4/5
চন্দন, কুমকুম, সিঁদুর বা হলুদ দিয়ে স্বস্তিক আঁকা হলে তাকে সব সময় শুভ বলে মনে করা হয়! এর যেকোনও একটি উপাদান দিয়ে এঁকে নিন স্বস্তিক! এখন প্রশ্ন হল কোথায় আঁকবেন? photo source collected
advertisement
5/5
বাস্তু-বিদরা বলছেন, বাড়ি বা ঘরের উত্তর-পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে আঁকুন এই স্বস্তিক! তার পর নিজেই বুঝতে পারবেন কীভাবে বদলে যাবে আপনার ভাগ্য! সৌভাগ্য বয়ে আনবে! টাকা পয়সায় ভরে যাবে! সব কাজে সফলতা আসবে! photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Swastik Symbol: ঘরের এই দেওয়ালে আঁকুন স্বস্তিক চিহ্ন! সব বাধা কেটে যাবে! ধন-সম্পদ উপচে পড়বে!