Surya Mangal Yuti In Tula Forms Aditya Mangal Rajyog: শুক্রের ঘরে সূর্য-মঙ্গল! দীপাবলিতে আদিত্য-মঙ্গল রাজযোগে অসম্ভবকেই সম্ভব করবে ৩ রাশি, কুবের ভরিয়ে দেবেন সিন্দুক
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Surya Mangal Yuti In Tula Forms Aditya Mangal Rajyog: সূর্য-শুক্রের শক্তিশালী ও দুর্লভ আদিত্য মঙ্গল রাজযোগে ধন ধনা ধন ৩ রাশির নামে
advertisement
1/16

বৈদিক শাস্ত্রমতে অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিথি নক্ষত্রের হিসাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে ৷ কেননা অক্টোবরে কয়েকটি বড় গ্রহের অবস্থানে বড়সড় পরিবর্তন হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16

তুলাতে সূর্য ও মঙ্গলের বিশাল সংযোগ তৈরি হতে চলেছে ৷ ১৩ সেপ্টেম্বর ২০২৫-এ মঙ্গল তুলাতে প্রবেশ করবেন ৷ একই সঙ্গে সূর্য ১৭ অক্টোবর ২০২৫ তুলাতে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
এরফলেই তুলা অর্থাৎ শুক্রের রাশি এই খানে মঙ্গল-সূর্যের সংযোগ তৈরি হবে তারফলেই আদিত্য মঙ্গল রাজযোগের সূচনা হবে ৷ এরফলে জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবে জাতক-জাতিকাদের ৷ এরফলেই জীবনে বাম্পার লাভ হবে ৷ এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
বৈদিক শাস্ত্রমতে গ্রহের সেনাপতি মঙ্গল ১৩ সেপ্টেম্বর ২০২৫-এ ২৭ অক্টোবর পর্যন্ত তুলা রাশিতেই থাকবেন ৷ ১৭ সেপ্টেম্বর দুপুর ০১.৫৩-এ সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে তুলাতে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
অর্থাৎ রাজা বুধের রাশি থেকে বেরিয়ে শুক্রের রাশিতে প্রবেশ করবেন ৷ তিনি ১৬ অক্টোবর পর্যন্ত কন্যাতে থাকবেন ৷ ১৭ অক্টোবর সূর্য-মঙ্গলের আদিত্য-মঙ্গল রাজযোগের নির্মাণ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
এরফলেই মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আদিত্য মঙ্গল রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে ৷ জাতক-জাতিকাদের উপরে শনির সাড়ে সাতির চাপ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
তবুও সূর্য ও মঙ্গলের মহা সংযোগ সপ্তম ঘরে হতে চলেছে ৷ এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের সমর্থন থাকবে ৷ যাঁরা নতুন কাজ শুরু করবেন তাঁরা বিশেষ ভাবে লাভ করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
ভাগ্যের সমর্থন পাবেন ৷ চাকরিতে প্রমোশন হবে ৷ মঙ্গলের দৃষ্টি কর্মের ঘরে পড়বে ৷ এরফলেই শৌর্য ও ধন সম্পদ বৃদ্ধি পাবে, এরফলেই কর্মক্ষেত্রে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল-সূর্যের সংযোগ বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ রাশির ষষ্ঠ ঘরে এই সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
আইন আদালত সংক্রান্ত মামলায় এবার বিশেষ লাভ পাবেন ৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ জাতক-জাতিকাদের জন্য জীবন দুরন্ত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
মেডিক্যাল বা ডিফেন্স সংক্রান্ত বিষয় নিয়ে যাঁরা কাজ করেন এবার তাঁরা সাফল্যের মুখ দেখবেন ৷ পরিশ্রমের মূল্য পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল খবর থাকছে কেননা ৷ রাশির লগ্নেই আদিত্য-মঙ্গল রাজযোগের নির্মাণ হচ্ছে ৷ এরফলেই ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ আয়ের নতুন নতুন স্রোত তৈরি হতে পারে ৷ চাকরিজীবীদের জন্য পরিস্থিতি আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
বিরাট লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ সব মিলিয়ে এবার আরও সুন্দর ও সুরক্ষিত পরিস্থিতি আসতে চলেছে, পুরনো ভয় সংক্রান্ত বিষয় থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
<strong><span style="color: #800080;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Mangal Yuti In Tula Forms Aditya Mangal Rajyog: শুক্রের ঘরে সূর্য-মঙ্গল! দীপাবলিতে আদিত্য-মঙ্গল রাজযোগে অসম্ভবকেই সম্ভব করবে ৩ রাশি, কুবের ভরিয়ে দেবেন সিন্দুক