Chaturgrahi Rajyog 2025: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ! মেগা চতুর্গ্রহী রাজযোগ, চার গ্রহের ধারে ভারে উন্নতির জোয়ার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Chaturgrahi Rajyog 2025: চতুর্গ্রহী রাজযোগে এবার হাতের মুখে দুরন্ত সময় আসতে চলেছে, মোটের উপরে ভাল লাভ পেতে পারেন
advertisement
1/15

ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একের পর এক বড় রাজযোগ ও গ্রহের অবস্থানে পরিবর্তন বা রাশি পরিবর্তন করে থাকেন ৷ এরফলেই ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
কেননা মঙ্গল আদিত্য মঙ্গল, বুধাদিত্য, রুচক রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ এরফলেই ত্রিগ্রহী রাজযোগের ফলে জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
২০ নভেম্বর ২০২৫ চন্দ্রও এই রাশিতে প্রবেশ করতে চলেছে ৷ এরফলে জাতক-জাতিকার জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
চতুর্গ্রহী রাজযোগের ফলে, ফলে মঙ্গলের চন্দ্র মহালক্ষ্মী রাজযোগের ফলের ফলে উন্নতি হবে, একই সঙ্গে সূর্যের সঙ্গে চন্দ্রের শশী রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
৩ রাশির জাতক-জাতিকা জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ চতুর্গ্রহী রাজযোগের ফলে জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
আগামী ২০ নভেম্বর চন্দ্র ভোর ০৪.১৩-তে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন ৷ মঙ্গল, বুধ, সূর্যের সঙ্গে সংযোগ করে শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
বৃশ্চিকে চর্তুগ্রহী রাজযোগের নির্মাণ করতে চলেছে ৷ কেননা লগ্নে সূর্য, চন্দ্র, মঙ্গল ও বুধের মহামিলন হতে চলেছে কর্কটে এই মুহূর্ত বৃহস্পতি, মঙ্গল ও চন্দ্রের উপরে দৃষ্টি পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
ভাগ্যের সঙ্গ পাবেন, দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা পয়সা এবার হাতে পারেন ৷ মা লক্ষ্মীর কৃপায় আরও সুন্দর হতে চলেছে জীবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে ৷ আত্মবিশ্বাস বাড়তে চলেছে, পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা পাবেন, সমাজে মান সম্মান ও প্রতিষ্ঠা পেতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
তুলা রাশির লগ্নে শুক্র বিরাজমান, এরফলে মালব্য রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ একই সঙ্গে দশম ঘরে বৃহস্পতি তৈরি করছেন মালব্য রাজযোগের এরফলে জীবন আসবে ভাল সময় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ পাবেন, ব্যবসা বাণিজ্যে লাভের মুখ দেখবেন ৷ সরকারি চাকরিতে লাভের মুখ দেখবেন, ধনপ্রাপ্তি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
বৃষ রাশির জাতক-জাতিকা সপ্তম ঘরে বিরাজমান, চতুর্গ্রহী রাজযোগের ফলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে ৷ আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ জীবন খুশিতে ভরে উঠবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
রাশির সপ্তম ঘরে সংযোগ তৈরি হতে চলেছে ৷ কেরিয়ারের জন্য আরও ভাল সময় আসতে চলেছে ৷ আত্মবিশ্বাস বৃদ্ধি হতে হতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকা, সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chaturgrahi Rajyog 2025: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ! মেগা চতুর্গ্রহী রাজযোগ, চার গ্রহের ধারে ভারে উন্নতির জোয়ার