Surya Grahan: রাত পোহালেই ‘মঙ্গল-বুধের যুতি’, তৈরি হবে খতরনাক পরিস্থিতি, ৫ রাশি হন সাবধান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Surya Grahan: আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য মঙ্গল ও বুধের মিলন অশুভ প্রমাণিত হবে।
advertisement
1/7

কলকাতা: বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার। মেষ ও অশ্বিনী নক্ষত্রে এই গ্রহণ ঘটবে। জ্যোতিষ শাস্ত্রে, গ্রহণের ঘটনাকে অশুভ বলে মনে করা হয় , অনেক সময়েই রাশিচক্রকে প্রভাবিত করে। তবে সূর্য গ্রহণের দিন গ্রহের অশুভ প্রভাব রাশিচক্রের উপরও পড়বে।
advertisement
2/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণের দিন বুধও থাকবে মেষ রাশিতে, মঙ্গল রাশিতে এবং মঙ্গল থাকবে মিথুন রাশিতে, বুধের রাশি। এমন অবস্থায় মঙ্গল ও বুধের মিলন ঘটবে। মঙ্গল এবং বুধের এই জোট একাধিক রাশিচক্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে চলেছে৷ কারণ মঙ্গল এবং বুধ উভয়েই একে অপরের শত্রু। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য মঙ্গল ও বুধের মিলন অশুভ প্রমাণিত হবে।
advertisement
3/7
মেষ রাশি: মেষ রাশির জাতকদের সূর্যগ্রহণের সময় বুধ এবং মঙ্গলের এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ভারী অশুভ প্রমাণিত হতে পারে। এরফলে আত্মবিশ্বাসে বড় আঘাত আসবে৷ জাতক-জাতিকারা আইনি গণ্ডগোলেও জড়িয়ে পড়তে পারেন, ব্যবসায় ক্ষতি হতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে যেকোনও ধরণের বিনিয়োগ ও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
advertisement
4/7
বৃষ রাশি: সূর্যগ্রহণের দিনে মঙ্গল ও বুধের এই রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক -জাতিকাদের জন্য অশুভ হতে চলেছে। কাজে সাফল্য পাবেন না এবং মানসিক চাপও বাড়বে। কর্মক্ষেত্রে বারবার বিতর্কের পরিস্থিতি হতে পারে। তাই রাগের ওপর নিয়ন্ত্রণ করুন। এই সময় ভ্রমণ করবেন না৷ অপ্রয়োজনীয় খরচ থেকে দূরত্ব রাখুন৷
advertisement
5/7
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল-বুধের সংযোগ অশুভ প্রমাণিত হবে। এই সময়ে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং পারিবারিক পরিবেশও আপনাকে বিরক্ত করবে। একই সময়ে, ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ তৈরি হবে। এজন্য আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন।
advertisement
6/7
তুলা: সূর্যগ্রহণের দিনে মঙ্গল ও বুধের যুতিতে গঠিত অশুভ যোগের ফল জাতক-জাতিকাদের জন্য অশুভ হবে। এই সময়ে স্বাস্থ্য নিয়ে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গেও মতভেদ তৈরি সমস্যা করবে। কোনও ধরণের বিনিয়োগের এই সময়ে করবেন না৷
advertisement
7/7
মকর: মঙ্গল ও বুধের মিলন মকর রাশির মানুষের স্বাস্থ্যের উপর অশুভ প্রভাব ফেলবে। আপনার চোখ ও গলা সংক্রান্ত সমস্যা হতে পারে। সেজন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে কাজেও তার কুপ্রভাব পড়বে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan: রাত পোহালেই ‘মঙ্গল-বুধের যুতি’, তৈরি হবে খতরনাক পরিস্থিতি, ৫ রাশি হন সাবধান