TRENDING:

Surya Grahan 2023: ঝগড়াঝাটি করবেন না, থাকুন খুব সাবধানে! বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু প্রেমজীবনের দফারফা করতে পারে

Last Updated:
বলা হচ্ছে যে এই গ্রহণ আমাদের প্রেমজীবনে বিপদ ডেকে আনতে পারে। কীভাবে আর প্রতিকারই বা কী, দেখে নেওয়া যাক রাশি ধরে।
advertisement
1/14
ঝগড়াঝাটি করবেন না, থাকুন খুব সাবধানে! সূর্যগ্রহণে প্রেমজীবনে কী প্রভাব পড়বে?
আপাতদৃষ্টিতে অনেকের কথাটা বিশ্বাস করতে ইচ্ছা না-ই হতে পারে! এক্ষেত্রে ভাগ্যবাদীরা বলবেন- কপালে যা আছে, তা তো ঘটবেই! আর যুক্তিবাদী? ওরে বাবা, তাঁরা কিন্তু আদতে আরও হতাশার দলে- যা হয়েছে, তার জন্য কেবলই দোষ দেবেন নিজেকে বা অন্যকে।
advertisement
2/14
কথা হল, ভালবাসার সম্পর্ক যখন ভাঙে, তখন দুপক্ষেরই কিছু না কিছু দোষ থাকে ঠিকই। তবে, কেন সেই দোষ ঘটল, তার কারণটাও ভেবে দেখার মতো, ওটা নেহাত ফেলনা নয়। মানুষের মন এবং কর্মধারাকে অনেকাংশেই প্রভাবিত করে থাকে গ্রহ-নক্ষত্রের মহাজাগতিক লীলা, ঠিক যেমনটা হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণেও। বলা হচ্ছে যে এই গ্রহণ আমাদের প্রেমজীবনে বিপদ ডেকে আনতে পারে। কীভাবে আর প্রতিকারই বা কী, দেখে নেওয়া যাক রাশি ধরে।
advertisement
3/14
মেষ- মনে উদ্বেগ কাজ করবে, তার থেকে মাথা গরম হয়ে থাকবে। অতএব এসময়ে বুঝে-শুনে কথা বলাই মঙ্গল হবে।
advertisement
4/14
বৃষ- আবেগপ্রবণতা এবং ক্লান্তি মেজাজ ঠিক রাখতে দেবে না, তাই নিজেকে সংযত রাখা খুবই দরকার।
advertisement
5/14
মিথুন-সামগ্রিক ভাবে ক্লান্তি সম্পর্কেও ছাপ ফেলবে, তবে সন্তান পরিকল্পনা করলে ভালবাসা মজবুত হবে।
advertisement
6/14
কর্কট- কথা কাটাকাটি না করলেই হল- ব্যস, তাহলেই সব ঠিক থাকবে।
advertisement
7/14
সিংহ- একা থাকলে সমস্যা তো নেই-ই, বরং মনের মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/14
কন্যা- স্বাস্থ্যের জন্য সঙ্গী/সঙ্গিনীর মেজাজ খিটখিটে হয়ে থাকবে- তাই রাগ দেখলে চলবে না।
advertisement
9/14
তুলা- একটা ইগো ক্ল্যাশ সব কিছু শেষ করে দিতে পারে- তাই ঝামেলা হলে নিজেকে সামলে রাখতে হবে।
advertisement
10/14
বৃশ্চিক- সামগ্রিক ভাবেই জীবনের প্রতি আরেকটু বুঝদার হলে সম্পর্কও টিকে যাবে।
advertisement
11/14
ধনু- পারিবারিক এবং ব্যক্তিগত- উভয় দিকেই সমঝে চললে সম্পর্ক ভাল যাবে।
advertisement
12/14
মকর-সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সম্পর্কে ঘাত-প্রতিঘাত আসবে, তাই তাঁকে আরও সময় দিতে হবে।
advertisement
13/14
কুম্ভ- পারস্পরিক বিশ্বাস এই সময়ে খুব বেশি দরকার- না হলেই সব শেষ হয়ে যাবে।
advertisement
14/14
মীন-আর্থিক বিষয় নিয়ে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ঝগড়া বাধবে, তাই মাথা ঠান্ডা রাখতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2023: ঝগড়াঝাটি করবেন না, থাকুন খুব সাবধানে! বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু প্রেমজীবনের দফারফা করতে পারে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল