Surya Grahan 2023: বছরের প্রথম সূর্যগ্রহণ এই তিন রাশির জন্য বয়ে আনবে সৌভাগ্য! উন্নতি হবে স্বাস্থ্যের! রয়েছে অর্থ সমাগমের যোগও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Surya Grahan 2023: আগামী ১০ এপ্রিল সকাল ৭টা ০৫ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। আর তা চলবে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত। ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলা এই সূর্যগ্রহণের সূতক কাল ভারতে বৈধ হবে না। কারণ এটি আমাদের দেশে দৃশ্যমান হবে না। তবে রাশিচক্রের কোনও রাশিই এই সূর্যগ্রহণের প্রভাব থেকে রেহাই পাবে না।
advertisement
1/5

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১০ এপ্রিল। সেই সময় সূর্য মেষ রাশিতে থাকবে। আর তার প্রভাব সব কটি রাশি অর্থাৎ ১২টি রাশির উপরেই পড়বে। আগামী ১০ এপ্রিল সকাল ৭টা ০৫ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। আর তা চলবে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত। ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলা এই সূর্যগ্রহণের সূতক কাল ভারতে বৈধ হবে না। কারণ এটি আমাদের দেশে দৃশ্যমান হবে না। তবে রাশিচক্রের কোনও রাশিই এই সূর্যগ্রহণের প্রভাব থেকে রেহাই পাবে না। আবার এই সূর্যগ্রহণ কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য নেতিবাচক ফলাফল আনতে পারে। তবে এই সূর্যগ্রহণ কিন্তু তিন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পথ প্রশস্ত করবে।
advertisement
2/5
শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডা. মৃত্যুঞ্জয় তিওয়ারির বক্তব্য, আগামী ১০ এপ্রিলের সূর্যগ্রহণ তিনটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। ভাগ্যের সহায় হওয়ার দরুন তাঁদের কর্মজীবনে অগ্রগতি হবে, বাদানুবাদ-মামলা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য পাবেন তাঁরা। প্রচুর অর্থ সমাগমেরও সম্ভাবনা থাকবে এবং স্বাস্থ্যেরও উন্নতি হবে। তা-হলে জেনে নেওয়া যাক, কোন তিন রাশির জাতক-জাতিকার জন্য সূর্যগ্রহণ কেমন লাভজনক প্রভাব বয়ে আনবে।
advertisement
3/5
বৃষ রাশি: সূর্যগ্রহণের ইতিবাচক প্রভাবের কারণে বৃষ রাশির জাতক-জাতিকার বেতন বাড়তে পারে অথবা তিনি বর্তমান চাকরিতেই নতুন পদ পেতে পারেন। আবার যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরাও সাফল্য পাবেন। নতুন প্রস্তাব থেকে অগ্রগতির দিশা পাওয়া যাবে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতক-জাতিকার আর্থিক অবস্থা আগের তুলনায় ভাল হবে। আগের চেয়ে বেশি সঞ্চয় করতে সক্ষম হবেন তাঁরা। সূর্যগ্রহণ তাঁদের জীবনযাত্রায় গুণমানের উন্নতি আনবে। আর সুযোগ-সুবিধাও বাড়বে।
advertisement
4/5
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা সূর্যগ্রহণের ইতিবাচক সুবিধা পাবেন। আকস্মিক অর্থ সমাগম হতে পারে এবং লাভের যোগও রয়েছে। আবার আগে থেকে আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। এতে মনও আনন্দে পরিপূর্ণ থাকবে। সদ্য বিবাহিত দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। আদালতে কোনও মামলায় ফেঁসে থাকলে এই সময় সূর্যের প্রভাবে তা দূর হয়ে যেতে পারে। আর আদালতের রায়ও এই রাশির জাতক-জাতিকার পক্ষে হতে পারে। যা তাঁদের স্বস্তি দেবে। রাজনীতিতে থাকলে জাতক-জাতিকার অবস্থান ও সুনাম বৃদ্ধি।
advertisement
5/5
সূর্যগ্রহণের প্রতিকার: সমস্ত রাশির জাতক-জাতিকাদের সূর্য দেবতার উপাসনা করা উচিত। স্নানের পরে নিয়মিত ভগবান সূর্যের উদ্দেশে জল অর্পণ করা উচিত। এতে কর্মজীবনে সাফল্য আসবে আর ব্যবসাতেও অগ্রগতি ঘটবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2023: বছরের প্রথম সূর্যগ্রহণ এই তিন রাশির জন্য বয়ে আনবে সৌভাগ্য! উন্নতি হবে স্বাস্থ্যের! রয়েছে অর্থ সমাগমের যোগও